• শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৩:৩৬ পূর্বাহ্ন

ইজতেমা মাঠ বুঝে পেলেন সাদপন্থিরা, দ্বিতীয় পর্ব শুরু ১৪ ফেব্রুয়ারি

Reporter Name / ৩১ Time View
Update : রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি :

জেলা প্রশাসনের কাছ থেকে টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠ বুঝে পেলেন দ্বিতীয় পর্বের আয়োজক সাদপন্থিরা। আগামী ১৪ ফেব্রুয়ারি শুরু হবে এই পর্বের বিশ্ব ইজতেমা।

আজ রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ইজতেমা ময়দানে স্থাপিত জেলা প্রশাসকের কেন্দ্রীয় সমন্বয় কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে ইজতেমার দ্বিতীয় পর্বের আয়োজক কমিটির (সাদপন্থি) কাছে ময়দান বুঝিয়ে দেয় জেলা প্রশাসন।

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়াহিদ হোসেন, গাজীপুর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন, জিএমপি অপরাধ দক্ষিণের অতিরিক্ত উপ-কমিশনার হাফিজুল ইসলাম, দ্বিতীয় পর্ব ইজতেমা আয়োজক কমিটির প্রধান সমন্বয়ক ইঞ্জিনিয়ার শাহ মো. মুহিববুল্লাহ, ড. রেজাউল করিম, ড. আব্দুস সালাম, মনির হোসেন, আব্দুল হান্নান, বশির আহমেদ সিকদার, হারুন অর রশিদ, সিরাজ শিকদার, আসাদুল্লাহ, মো. মিল্লাত হোসেন, মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম, মো. আসলাম, মোহাম্মদ হোসেন প্রমুখ।

মাওলানা সাদ অনুসারী মিডিয়া সমন্বয়ক মো. সায়েম বলেন, ‘আমরা প্রশাসনের কাছ থেকে ইজতেমা ময়দান বুঝে পেয়েছি। ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি আমাদের শান্তিপূর্ণ ইজতেমা অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ।

জিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) হাফিজুল ইসলাম বলেন, ‘দ্বিতীয় পর্বের আয়োজকরা তিন দিনের ইজতেমা সম্পন্ন করার পর ১৮ ফেব্রুয়ারি আমাদের কাছে মাঠ হস্তান্তর করবে। ২০ ফেব্রুয়ারি আবার প্রথম পর্বের আয়োজক কমিটির কাছে মাঠ দেওয়া হবে।

এবার প্রথম পর্বে গত ৩১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি দুই ধাপে শুরায়ী নেজামের (জুবায়েরপন্থি) ইজতেমা শেষ হয়। আগামী ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে ভারতের দিল্লির মাওলানা সাদ আহমদ কান্ধলভী অনুসারীরা অংশ নেবেন। ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমার ৫৮তম আসর।


More News Of This Category
bdit.com.bd