• শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৩:৩৮ পূর্বাহ্ন

গাজীপুরে ১০ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার।

Reporter Name / ৪৯ Time View
Update : শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫

গাজীপুর প্রতিনিধি:

টঙ্গী থেকে ১০হাজার পিস ইয়াবাসহ আন্তঃজেলা নারী মাদক চোরাকারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাজীপুর। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাজীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শাহীন মাহমুদ এর নেতৃত্বে টঙ্গী পূর্ব থানাধীন হিমারদিঘী আমতলী এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে খুকুমনি আক্তার সিভা(৩৪) নামে আন্তঃজেলা নারী মাদক চোরাকারবারিকে ১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত খুকুমনি আক্তার সিভা ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া, মোগড়া চৌমোহনী এলাকার আশিক মিয়ার স্ত্রী।
এ ঘটনায় অধিদপ্তরের উপ-পরিদর্শক জুয়েল মিয়া বাদী হয়ে টঙ্গীপূর্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন। অধিদপ্তরের উপ-পরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন বলেন, আমাদের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।


More News Of This Category
bdit.com.bd