লালমাই প্রতিনিধি ;-
গত ০১/০২/২০২৫খ্রিঃ তারিখ ১৬:৩৫ ঘটিকায় জেলা গোয়েন্দা শাখা, কুমিল্লার একটি চৌকস টিম কুমিল্লা জেলার সকল থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করাকালীন গোপন সংবাদেরে ভিত্তিতে লালমাই থানার লোলাই এলাকার বাগমারা-টু-মগবাড়ী গামী রাস্তার উপর চেকপোস্ট ডিউটি করাকালে একটি পিকআপ গাড়ী আসতে দেখে থামানোর সংকেত দিলে পিকআপ গাড়িটির ডাইভার ডিবি পুলিশ দেখতে পেয়ে পিকআপ গাড়ি থামিয়ে দৌঁড়ে পালিয়ে যায়। পরবর্তীতে আশেপাশে উপস্থিত জনতার সম্মুখে পিকআপ গাড়ি তল্লাশী করে ৭০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
উক্ত ঘটনার প্রেক্ষিতে লালমাই থানার নং-১, তারিখ-১/২/২৫খ্রিঃ, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১৯(গ)/৩৮ ধারা মোতাবেক মামলা রুজু করা হয়।