আসিফ রায়হান:
মহানগরের পূবাইল থানাধীন মিরের বাজারে খ্রীষ্টায়ান সার্ভিস সোসাইটি (সি এস এস)এর অফিসে স্বর্গীয় রেভারেন পল মুন্সী এর স্মরণে আজ শুক্রবার (২৩ মে)সিএস এস – প্রোগ্রামের ঢাকা উওর জোনের বোর্ড বাজার রিজিওনের পূবাইল ব্রাঞ্চের উদ্যোগে দিনব্যাপী গরীব, অসহায়, গর্ভবতী মা-ও শিশুদের মাঝে ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হয় ।এ সময় উপস্থিত ছিলেন , বোর্ড বাজার অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক আলমগীর শেখ,সি এস এস , পূবাইল ব্রাঞ্চের ম্যানেজার আল আমিন গাজী ,সি এস এস , পূবাইল ব্রাঞ্চের সহকারী ম্যানেজার তুহিন মাহমুদ খান, অফিসার,হেলাল হোসেন,রুপক মন্ডল,সেলিনা আক্তার, জেসমিন আরা বিউটি, সার্ভিস স্টাফ জহির প্রমুখ, উপস্থিত অতিথিরা বলেন ,সি এস এস একটি মানবিক প্রতিষ্ঠান,১৯৭২ সাল থেকে এই প্রতিষ্ঠানটি মানবতার সেবায় নিয়োজিত আছে, স্বাস্থ্য সেবা মানুষের মৌলিক অধিকার এই ক্যাম্প একটি বাস্তব প্রতিফলন, মেডিকেল সেবা ছাড়াও এই প্রতিষ্ঠানটি গরীব, অসহায় দের মাঝে ক্ষুদ্র ঋণ দিয়ে সহযোগিতা করে থাকেন, মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তি সহ ফ্রি শিশুদের শিক্ষা প্রদান করে থাকেন । এতিম ও অনাথ শিশুদের সার্বিক সহযোগিতা করে থাকেন।