আসিফ রায়হান:
গাজীপুর মহানগরীর পূবাইলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ই মার্চ) বিকেলে ৪২ নং ওয়ার্ডের বিন্দান বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজননে ঐতিহ্যবাহী বিন্দান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পূবাইল থানা বিএনপির সভাপতি মনির হোসেন সিকদার (বকুল) তিনি বলেন,আওয়ামী লীগের শাসনামলে নেতাকর্মীরা দুর্নীতি,দুঃশাসন, নির্যাতনে মরিয়া হয়ে উঠেছিল তাই সাধারণ মানুষের অভিশাপে তাদের উপর আল্লাহর গজব নাযিল হয়েছিল তাই তারা এ দেশ থেকে বিতাড়িত হয়েছেন।তাই আমাদের সকল বিএনপি নেতাকর্মী কে ঐক্যবদ্ধভাবে থেকে কাজ করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পূবাইল থানা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশীদ সরকার,পূবাইল থানা বিএনপির সিনিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন সরকার,তিনি বলেন,গোপালগঞ্জ যদি আওয়ামী লীগের ঘাটি হয় গাজীপুর ৫ আসনের পুবাইল বিন্দান হবে বিএনপির ঘাটি,এ জন্য আগামী জাতীয় নির্বাচনে বিন্দান এবং উধুর কেন্দ্রে থেকে ধানের শীষ মার্কায় বিপুল ভোট দিয়ে বিজয়ী করা হবে পূবাইল থানা বিএনপির প্রভাবশালী সদস্য সাখাওয়াত হোসেন খান খোকন।সাবেক গাজীপুর মহানগর বিএনপির সহ-সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ। পূবাইল থানা যুবদলের আহ্বায়ক মজিবুর রহমান রাজীব,পূবাইল থানা যুবদলের সদস্য সচিব আবুল হোসেন লিংকন।
এসময় আরও উপস্থিত আনোয়ার হোসেন মোড়ল সিনিয়র যুগ্ন আহবায়ক পূবাইল থানা যুবদল,আজমিন খান প্রতিষ্ঠাতা সভাপতি পূবাইল থানা ছাত্রদল।রুবেল আহমেদ জীবন সিনিয়র যুগ্ন আহবায়ক পূবাইল থানা স্বেচ্ছাসেবক দল,পূবাইল থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক হাবিবুল্লাহ হাবিব,স্বেচ্ছাসেবক দলের থানা সদস্য নাহিদ খান।বিএনপি নেতা ফজলু মিয়া, কিরণ মোড়ল ওসমান ভূঁইয়া সদস্য পূবাইল থানা বিএনপি। ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ৪২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হারুন সরকার।আরও উপস্থিত ছিলেন ৪২ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আতাউর রহমান হাদী,বিন্দানের বিএনপি নেতা মান্নাফ সিকদার,কেন্দ্রীয় ছাত্রদল সংসদের তাইজুল ইসলাম,পূবাইল থানা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক লিজন সরকার সহ স্থানীয় বিএনপি’র নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।