আসিফ রায়হান:
গাজীপুর মহানগর ছাত্রদলের আওতাধীন পুবাইল আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের কর্মী সম্মেলন গতকাল অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠন। জাতীয় পতাকা ও ছাত্রদলের দলীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের উদ্বোধন করা হয়, এরপর শান্তির পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে সম্মেলন শুরু হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির নেতা এইচ এম আবু জাফর। তিনি বলেন, “ছাত্রদল বিগত ১৬ বছর ধরে ফ্যাসিস্ট হাসিনা সরকার ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রক্তচক্ষু উপেক্ষা করে বাংলাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায়ে সোচ্চার ছিল। ছাত্রলীগের সন্ত্রাসী হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছে ছাত্রদল।” তিনি আরও জানান, সন্ত্রাসমুক্ত, নিরাপদ, শিক্ষার্থীবান্ধব এবং গণতান্ত্রিক ক্যাম্পাস তৈরিতে ছাত্রদল প্রতিশ্রুতিবদ্ধ।
সম্মেলনে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন। এছাড়া সভায় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম শামীম, সিনিয়র যুগ্ম সম্পাদক মোমিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাসুম হোসেন, দপ্তর সম্পাদক বোরহান উদ্দিন এবং সহ দপ্তর সম্পাদক মোবারক হোসেন রাসেল, আরো উপস্থিত ছিলেন অসংখ্য ছাত্রদলের নেতাকর্মী।