• শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১১:৫০ অপরাহ্ন

সিএমপির সাবেক কমিশনার সাইফুল গ্রেপ্তার

Reporter Name / ৩৯ Time View
Update : বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :

জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর হামলা ও ছাত্র নিহতের ঘটনায় দায়েরকৃত মামলায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সাবেক কমিশনার সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন সিএমপির উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মোহাম্মদ রইছ উদ্দিন।

তিনি বলেন, ‘সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে ঢাকায় পুলিশ গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা থাকায় তাকে চট্টগ্রামে নিয়ে আসা হচ্ছে।’

সিএমপির একটি সূত্র জানায়, ছাত্র-জনতার আন্দোলনের সময় চট্টগ্রামে একজন ছাত্র নিহত হওয়ার ঘটনায় বন্দর নগরী চট্টগ্রামের চান্দগাঁও থানায় দায়ের করা মামলায় সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

বিসিএস ২০তম ব্যাচের একজন কর্মকর্তা হিসেবে সাইফুল ইসলাম সিএমপির ৩২তম কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে ঢাকার মেট্রোরেলে (এমআরটি) উপ-মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।


More News Of This Category
bdit.com.bd