• শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১২:০৮ অপরাহ্ন

ময়মনসিংহে মোহিত উর রহমান শান্ত এর সমাবেশে যুবলীগ নেতা রাসেল পাঠান এর বিশাল মিছিল

Reporter Name / ২১৩ Time View
Update : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩

মোঃ সাবিউদ্দিন: ময়মনসিংহ সদর আসনে এমপি মনোনয়ন প্রত্যাশী মোহিত উর রহমান শান্ত এর সমাবেশে এক বিশাল মিছিল নিয়ে অংশ। গ্রহন করেছে ময়মনসিংহ মহানগর আওয়ামী যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ রাসেল পাঠান।

ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগ সাধারন সম্পাদক মোহিত উর রহমান শান্ত সোমবার ১৩ নভেম্বর বিকালে ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে এ সমাবেশের আয়োজন করেছে ময়মনসিংহ সদর আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী ও বর্তমান মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মোহিত উর রহমান শান্ত। সমাবেশ শেষে একটি বিশাল মিছিল বের করা হয়। বিশাল মিছিলটি ময়মনসিংহ নগরীর বিভিন্ন মোড় প্রদক্ষিন করে রেলওয়ে স্টেশন কৃষ্ণ চূড়া চতুরে গিয়ে শেষ করা হয়।

নৌকা প্রত্যাশী মোহিত উর রহমান শান্ত সাবেক ধর্মমন্ত্রী মরহুম মতিউর রহমানের সুযোগ্য সন্তান। মোহিত উর রহমান শান্ত বক্তব্যে বলেন আমার মরহুম পিতা, সাবেক ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান জন্মের পর থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত ময়মনসিংহ বাসীকে সেবা দিয়ে গেছেন, আমি উনার সন্তান হয়ে আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করে যেতে চাই।

এছাড়াও সমাবেশে মহানগরের বিভিন্ন ওয়ার্ডের পুরুষ, মহিলা নেতৃবৃন্দ ও সদর উপজেলার ইউনিয়নের নেতাকর্মীরা মিছিলে। অংশ গ্রহন করে। উল্লেখ্য যে সমাবেশ শেষে মিছিলে প্রায় পঞ্চাশ হাজার লোক অংশ গ্রহন করেছে।


More News Of This Category
bdit.com.bd