• বুধবার, ১৪ মে ২০২৫, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
পরিশ্রমের শক্তিতে জয় হোক জীবনের, মে দিবসের শুভেচ্ছা রইল, আইয়ুব আলী ফাহিম নারায়ণকুল যুব সংঘের উদ্যোগে বর্ষবরণ বৈশাখী মেলা উদযাপন নারায়ণকুল যুব সংঘের উদ্যোগে বর্ষবরণ বৈশাখী মেলা উদযাপন বালুবাহী ট্রাকে ১২৪ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার আল হেরা নূরানী হাফিজিয়া মাদ্রাসার পরীক্ষার ফলাফল ঘোষণা বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ,আইয়ুব আলী ফাহিম পূবাইলে হিন্দু সম্প্রদায়ের নিকট ফজলুল হক মিলনের জন্য ধানের শীষ প্রতীকে ভোট চাইলেন বিএনপি নেতা পূবাইলের বিল বেলাই রিসোর্টে দুই গ্রামবাসীর ২৬ তম ঈদ পূর্ণমিলনী ও ঈদ আনন্দ অনুষ্ঠিত নৌকার চেয়ারম্যান-মেম্বার বহাল তবিয়তে—নজরুল ইসলাম খান বিকি পবিত্র ঈদুল ফিতরের  শুভেচ্ছা জানিয়েছেন মাইলস্টোন স্কুল এণ্ড কলেজের ম্যানেজার মো.জহির উদ্দিন মোল্লা

গাজীপুরে মার্কেটে ভয়াবহ আগুন

Reporter Name / ৬০ Time View
Update : সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :

গাজীপুরের চান্দনা চৌরাস্তায় একটি আধাপাকা মার্কেটে সোমবার বিকেল সাড়ে ৩টার আগুন লাগে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের পাশে আনোয়ারা বেগম মার্কেটে এই আগুন লাগে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, টিনের ছাউনিযুক্ত আধাপাকা মার্কেটটিতে কয়েকটি দোকান ছিল। দোকানগুলোতে গ্যাসের চুলা, গ্যাসের চুলার বিভিন্ন খুচরা মালামাল, গ্যাস সিলিন্ডারসহ বিভিন্ন মালামাল বিক্রি করত ব্যবসায়ীরা। আজ বিকেল সাড়ে ৩টার দিকে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে।

সূত্র জানায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ব্যস্ততম স্থানে ওই মার্কেটে আগুন লাগার ফলে মহাসড়ক দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ঢাকামুখী গাড়িগুলো জয়দেবপুর সড়ক ব্যবহার করে উড়াল সড়ক দিয়ে ঢাকার দিকে নেওয়া হয়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ–সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, ‘সাড়ে ৩টার কিছু সময় পর আগুন লাগার খবর পেয়ে প্রথমে ভোগড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজে যোগ দেন। পরে জয়দেবপুর ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিটসহ পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে। তাদের প্রচেষ্টায় এক ঘণ্টা পর বিকেল সোয়া ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।


More News Of This Category
bdit.com.bd