নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরা শ্যামনগর
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৫নং কৈখালী ইউনিয়ন বিএনপির উদ্যোগে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’ ও জনসম্পৃক্তি শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন ও প্রশিক্ষণ দেন যুক্তরাজ্য বিএনপি’র স্বনির্ভর বিষয়ক সম্পাদক ড. এম মনিরুজ্জামান মনির।
কৈখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল খায়ের মল্লিক এর সভাপতিত্বে এ কর্মশালায় অংশ নেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোলাইমান কবির, সাংগঠনিক সম্পাদক ও নুরনগর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান জনাব গোলাম আলমগীর, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল ওহাব, উপজেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম দুলু,
কৃষক দলের আহবায়ক মোঃ নূরুজ্জামান, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ মিজানুর রহমান মিজান ,শ্রমিকদলের সভাপতি রফিকুল ইসলাম ও সম্পাদক সিরাজুল ইসলাম উপজেলা স্বেচ্ছাসেবক দল এর যুগ্ম আহবায়ক মোঃ রেজাউল ইসলাম সহ স্থানীয় বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন পর্যায়ের জনসাধারণ প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন।