• শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১১:১৭ অপরাহ্ন

পূবাইলে রাস্তা নিয়ে প্রকাশিত নিউজের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল

আসিফ রায়হান / ১০১ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫

আসিফ রায়হান:
গাজীপুর মহানগরের পূবাইলে রাস্তা নিয়ে ভূয়া ও অসত্য উদ্দেশ্য প্রণোদিত নিউজের প্রতিবাদে সম্মেলন করেছেন চামুড্ডা,পাড়ান ও নৈবাড়ী এলাকার সর্বস্তরের জনগণ।বুধবার ২৯ জানুয়ারি সকালে গাসিক ৪০ নং ওয়ার্ড ও এলাকাবাসীর উদ্যোগে চামুড্ডা বিডিপি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটির সাবেক ৪০ নং ওয়ার্ড কাউন্সিলর এড: নজরুল ইসলাম খান বিকি। প্রধান আলোচকের বক্তব্যে তিনি বলেন দীর্ঘদিনের অবহেলিত পারান নৈবাড়ি ও চামুড্ডার সংযোগ রাস্তাটি ছাত্র জনতা ও সাধারণ মানুষের কাছে দীর্ঘ প্রতীক্ষিত একটি রাস্তা।রাস্তাটি ২০ ফিট কারপেটিং হলে এলাকার সাধারণ মানুষের চলাচলে দুঃখ দুর্দশা অনেকটা লাঘব হবে।রাস্তার দুই পাশের লোকেরা স্বেচ্ছায় স্ব-উদ্যোগে রাস্তার জন্য জমি ছেড়ে দিয়েছেন এখানে কারো ঘর বাউন্ডারি স্থাপনা জোরপূর্বক ভাঙ্গা হয়নি এ বিষয়ে যারা গতকাল প্রকাশিত মিথ্যা নিউজটি করেছেন সেই নিউজের আমি তীব্র নিন্দা ও ঘৃণা জানাচ্ছি।যাদের বরাত দিয়ে নিউজটি ছাপিয়েছেন রঞ্জন পালমা অজয় পালমা মালঞ্চ পালমা যতীন পালমা মিন্টু শিকদার বেঞ্জামিন পালমা তারাও সংবাদ সম্মেলনে এই নিউজের তীব্র বিরোধিতা ও নিন্দা প্রকাশ করেন।সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন,পূবাইল থানা বিএনপির সহ সভাপতি নূর মোহাম্মদ নুরালি,থানা জাতীয় পার্টির আহবায়ক হারুন অর রশিদ,বিএনপি নেতা কামাল হোসেন,পূবাইল থানা বিএনপি স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হারুন অর রশিদসহ এলাকার সর্বস্তরের জনগণ এ সময় উপস্থিত ছিলেন


More News Of This Category
bdit.com.bd