নিজস্ব প্রতিবেদক:
যেখানে সারা দেশে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র জনতা ঐক্যবদ্ধ সেখানে উল্টো ঘটনা ঘটেছে গাজীপুর মহানগরীর পূবাইলে।
ছাত্র জনতার আন্দোলনের দায়ে বেশ কয়েকটি মামলায় অভিযুক্ত গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক ৪১ নং ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আমজাদ হোসেন মোল্লাকে করা হয়েছে স্কুলের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার উদ্ধোধক।
আগামী ৮ ফেব্রুয়ারী শনিবার পূবাইলের খিলগাঁও এলাকার মনোয়ারা মডেল একাডেমি ও হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে তাকে উদ্ধোধক রাখা হয়েছে।
যা নিয়ে এলাকায় বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, এ বিষয়ে পূবাইল থানা বিএনপি’র একাধিক নেতাকর্মী সাংবাদিকদের জানায়, ছাত্র গনহত্যায় যারা জড়িত তাদের কিভাবে একটি শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠানে অতিথি করা হয় তা আমাদের বোধগম্য নয়, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এ বিষয়ে মনোয়ারা মডেল একাডেমি ও হাই স্কুলের পরিচালক জলিল মাস্টারকে মুঠোফোনে একাধিক বার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।