গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন ৪২নং ওয়ার্ডের হারবাইদ মোড় সংলগ্ন নুরানী তালীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশ কর্তৃক পরিচালিত আল হেরা নুরানী হাফিজিয়া মাদ্রাসার হেফজ বিভাগ এর বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরষ্কার বিতরণ আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন , উক্ত প্রতিষ্ঠান এর পরিচালক মাওলানা আতিকুর রহমান, আরো উপস্থিত ছিলেন ,পলখান উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মিজানুর রহমান, মোঃ নাজমুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মঞ্জুর মোল্লা,, উক্ত প্রতিষ্ঠান এর শিক্ষক ও অভিভাবক বৃন্দ । মাদ্রাসার উদ্দেশ্য অতিথিরা বলেন, ইসলাম না জানলে, না মানলে, নৈতিকতা না থাকলে একটা সমাজের কি অবস্থা হতে পারে তা আমরা আমাদের চারপাশে তাকালে খুব সহজেই উপলব্ধি করতে পারি। আমরা চাই সমাজের সবার শিক্ষা ব্যবস্থা হবে ইসলামী শিক্ষা ব্যবস্থা যাতে করে প্রত্যেকটা ছেলেমেয়েই বিজ্ঞান, কলা,সাহিত্যের সমান্তরালে শিখবে কোরআন,হাদিস ও ফিকাহ। আমরা চেষ্টা করবো আমাদের ছেলে মেয়েদের মাদ্রাসায় পড়াতে, সকলে উক্ত প্রতিষ্ঠানের সাফল্য কামনা করেন । আলোচনা শেষে দোয়ার মধ্যে দিয়ে অনুষ্ঠান সমাপ্ত করা হয় ।