স্টাফ রিপোর্টার(ফুলবাড়িয়া): অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামী এক (১) বছরের জন্য বাংলাদেশ ছাত্রলীগ, ফুলবাড়িয়া উপজেলা শাখার অন্তর্গত, ১৩ নং ভবানীপুর ইউনিয়ন শাখার আংশিক কমিটি অনুমোদন করেছে ফুলবাড়িয়া উপজেলা ছাত্রলীগ।
গতকাল (০১/০৭/২০২৪ইং) ফুলবাড়িয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি লুৎফর রহমান সোয়েব ও এহসানুল আহমেদ রিফাত সরকার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদ দেয়া হয়।
কমিটিতে, মাহিরবশাহরিয়ার মামুন সভাপতি ও পারভেজ আহমেদ কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
এছাড়া কমিটির অন্যান্য সদস্যরা হলেন: সহ-সভাপতি : মোস্তাক আহমেদ জয়, আবু ইফতেখার ফাহিম, শায়েক মোহাম্মাদ স্বাধীন, মোঃ মাহিন।
যুগ্ম-সধারণ সম্পাদক : জুবায়ের আহমেদ রাহাত, আবির হাসান তুষার, মুস্তাফিজুর রহমান সাগর, হৃদয় হাসান রিফাত।
সাংগঠনিক সম্পাদক: আল আমিন হক বিজয়, শরীফ উদ্দিন, মিনহাজ শেখ, আল আমিন আবন্দ মনির।
এদিকে নর্বনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছ, ১৩নং ভবানীপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি, মোঃ হুমায়ুন আহমেদ। কমিটি অনুমোদিত হওয়ার পর নেতাকর্মীদের ও অনগঠিত কমিটির সকলের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।
আইন সম্পাদক: এড. শাহনিয়া সুলতানা, সম্পাদকঃ এ.কে.এম. মাহবুবুল করিম, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ রফিকুল ইসলাম রফিক, সহ সম্পাদক-মো: জাহাঙ্গীর আলম, ব্যবস্থাপনা সম্পাদক মোঃ শাকিল আহমেদ, নির্বাহী সম্পাদক: মো: বোরহান উদ্দিন বাবুল। সম্পাদক কর্তৃক বারকো প্রিন্টিং ওয়ার্কস, ১৯ শেখ সাহেব বাজার রোড ঢাকা-১২০৫ থেকে মুদ্রিত ও প্রকাশিত। বানিজ্যিক কার্যালয়ঃ বাড়ি ১৬, রোড-১৩, সেক্টর-৪, উত্তরা, ঢাকা। মোবাইলঃ ০১৯১৫-২১০৪৭৭, ০১৬১৫-২১০৪৭৭। E-mail : [email protected]
© THE WEEKLY BIBEK © 2025