স্টাফ রিপোর্টার(ফুলবাড়িয়া): তরুণ লেখক জাহিদুল ইসলাম জুয়েল ২০০২ খ্রিষ্টাব্দের ২৮ এ ফেব্রুয়ারিতে ময়মনসিংহ জেলার ফুলাবাড়ীয়া থানার অন্তর্গত আছিম তিতারচালা গ্রামে এক মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। পিতা হাফেজ মোহাম্মদ আব্দুল বারীক ও মাতা মোছাম্মাত জোসনা খাতুন। তার পরিবারে মা-বাবা এক ভাই ও বোন সহ তিনি সবার ছোট।
স্কুল জীবন শেষ করে কলেজ জীবনে তার সাহিত্য চর্চার শুরু হয়। সারা বিশ্ব যখন করোনা মহামারিতে আতঙ্কিত সে সময়ে তিনি সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন।
তার লেখা প্রথম কবিতা "পণ্যাশিশুদের জীবন কথা লিখে তিনি পরিচিত মহলে ব্যাপক প্রশংশা পান, তারপর থেকেই তিনি নিয়মিত কবিতা লিখতে থাকেন। একের পর এক কবিতায় মুগ্ধ করে তুলতে থাকে পাঠকসমাজকে। তার লেখা অনুগল্প 'পথশিশুর স্বপ্ন' 'অগ্নিশিখা" কাব্যগ্রন্থে (০২ মার্চ ২০২১) প্রথম প্রকাশিত হয়। তার লেখা হৃদয়ের প্রতিধ্বনি নামে একটি কবিতার বই প্রকাশিত হয়।
ভবিষ্যতে তিনি আরও কাব্যগ্রন্থ প্রকাশের মাধ্যমে তার সকল লেখা পাঠক সমাজের কাছে তুলে ধরতে চান। প্রচার বিমুখ এ করি নিজেকে সাহিত্য। সাধনায় নিয়জিত রেখে সাহিত্যের মাধ্যমে সমাজ সংস্কার অঙ্গনে নিজের অবদান রেখে যেতে চান, এজন্য সকলের কাছে শুভ কামনা ও দোয়া প্রত্যাশী।
আইন সম্পাদক: এড. শাহনিয়া সুলতানা, সম্পাদকঃ এ.কে.এম. মাহবুবুল করিম, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ রফিকুল ইসলাম রফিক, সহ সম্পাদক-মো: জাহাঙ্গীর আলম, ব্যবস্থাপনা সম্পাদক মোঃ শাকিল আহমেদ, নির্বাহী সম্পাদক: মো: বোরহান উদ্দিন বাবুল। সম্পাদক কর্তৃক বারকো প্রিন্টিং ওয়ার্কস, ১৯ শেখ সাহেব বাজার রোড ঢাকা-১২০৫ থেকে মুদ্রিত ও প্রকাশিত। বানিজ্যিক কার্যালয়ঃ বাড়ি ১৬, রোড-১৩, সেক্টর-৪, উত্তরা, ঢাকা। মোবাইলঃ ০১৯১৫-২১০৪৭৭, ০১৬১৫-২১০৪৭৭। E-mail : [email protected]
© THE WEEKLY BIBEK © 2025