মোঃ সাবিউদ্দিন: অসহায় মানব প্রেমিক সংগঠনের ১ম প্রতিষ্ঠাতা বার্ষিকী উদযাপন ২০২৩ইং উপলক্ষে স্বেচ্ছাসেবক মিলন মেলা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত মিলন মেলায় সামাজিক ও মানবিক কাজের স্বীকৃতি সরূপ সম্মাননা স্মারক প্রদান করা হয় বিভিন্ন সামাজিক সংগঠন কে।সামাজিক কাজে বিশেষ অবদান রাখায় 'রক্তদানে লিবারেল ফাউন্ডেশন' কে সম্মাননা স্মারক প্রধান করেন অসহায় মানব প্রেমিক সংগঠন।
উক্ত সম্মাননা স্মারক গ্রুহণ করার সময় উপস্থিত ছিলেন রক্তদানে লিবারেল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ সোহাগ মিয়া সহ-সভাপতি মুফতি সোলাইমান মাহমুদী সহ-ক্যাম্পেইন সম্পাদক লামি ওয়ালিদ সহ-ত্রাণ সম্পাদক নয়ন মিয়া আবিদ হাসান, সহ-প্রচার সম্পাদক জিসান মিয়া মোঃ সাদিক হোসেন সহ আরও অনেকে।
আলোচনা সভায় অতিথি বৃন্দরা রক্তদানে লিবারেল ফাউন্ডেশন এর উত্তরোত্তর উন্নতি কামনা করেন ও সংগঠন কে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য দিকনির্দেশনা মূলক কথা বলেন এবং সংগঠনের সকল কার্যক্রমে সাথে থেকে সার্বিক ভাবে সহযোগীতা করবেন বলে আশ্বস্ত করেন।
আইন সম্পাদক: এড. শাহনিয়া সুলতানা, সম্পাদকঃ এ.কে.এম. মাহবুবুল করিম, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ রফিকুল ইসলাম রফিক, সহ সম্পাদক-মো: জাহাঙ্গীর আলম, ব্যবস্থাপনা সম্পাদক মোঃ শাকিল আহমেদ, নির্বাহী সম্পাদক: মো: বোরহান উদ্দিন বাবুল। সম্পাদক কর্তৃক বারকো প্রিন্টিং ওয়ার্কস, ১৯ শেখ সাহেব বাজার রোড ঢাকা-১২০৫ থেকে মুদ্রিত ও প্রকাশিত। বানিজ্যিক কার্যালয়ঃ বাড়ি ১৬, রোড-১৩, সেক্টর-৪, উত্তরা, ঢাকা। মোবাইলঃ ০১৯১৫-২১০৪৭৭, ০১৬১৫-২১০৪৭৭। E-mail : [email protected]
© THE WEEKLY BIBEK © 2025