নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা
সাতক্ষীরায় মসজিদে কুবায় তৃতীয় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) সকাল ১০টায় মসজিদে কুবা কমপ্লেক্সে সাইট সেভাসের অর্থায়নে বিরাট ও বিএনসিসি শিরোমনি চক্ষু হাসপাতাল খুলনার বাস্তবায়নে মসজিদে কুবার আযোজনে মসজিদে কুবা কমপ্লেক্সে মসজিদে কুবার সভাপতি ও দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। মানুষের সেবা একটি ভারী আমল। ভালো কাজ করতে হবে। অন্যায় কাজ থেকে বিরত থাকতে হবে। প্রত্যেক ব্যক্তিকে দায়িত্বশীল হতে হবে। মানুষের কল্যাণে আত্মমানবতার সেবায় কাজ করতে হবে। মসজিদে কুবা সেবামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এজন্য মসজিদে কুবা কমিটির সকলকে ধন্যবাদ জানাই।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মসজিদে কুবার উপদেষ্টা সাবেক ফিফা রেফারি তৈয়েব হাসান বাবু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাশেম, সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, সাতক্ষীরা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডা. এস জেড আতিক, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, সাইট সেভাসের প্রোগ্রাম অফিসার মোছাঃ বনফুল চুমকি প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন শিরোমনি চক্ষু হাসপাতালের পাবলিক রিলেশন অফিসার মো. মিজানুর রহমান, আব্দুর রশিদ, আব্দুল করিম প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন মসজিদে কুবার খতিব মাওলানা তামিম আব্দুল্লাহ।
আইন সম্পাদক: এড. শাহনিয়া সুলতানা, সম্পাদকঃ এ.কে.এম. মাহবুবুল করিম, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ রফিকুল ইসলাম রফিক, সহ সম্পাদক-মো: জাহাঙ্গীর আলম, ব্যবস্থাপনা সম্পাদক মোঃ শাকিল আহমেদ, নির্বাহী সম্পাদক: মো: বোরহান উদ্দিন বাবুল। সম্পাদক কর্তৃক বারকো প্রিন্টিং ওয়ার্কস, ১৯ শেখ সাহেব বাজার রোড ঢাকা-১২০৫ থেকে মুদ্রিত ও প্রকাশিত। বানিজ্যিক কার্যালয়ঃ বাড়ি ১৬, রোড-১৩, সেক্টর-৪, উত্তরা, ঢাকা। মোবাইলঃ ০১৯১৫-২১০৪৭৭, ০১৬১৫-২১০৪৭৭। E-mail : weeklybibek2019@gmail.com
© THE WEEKLY BIBEK © 2025