গণশক্তিঃ।সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদকদ্রব্যসহ প্রায় এগার লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি।বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে, জেলার পদ্মশাখরা, ভোমরা, কাকডাঙ্গা, তলুইগাছা, কালিয়ানী, মাদরা ও হিজলদি সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
সাতক্ষীরা -৩৩ব্যাটালিয়ন বিজিবির
অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে
পদ্মশাখরা থেকে ৫ বোতল কাকডাংগা ৩২ বোতল ও কলারোয়ার সীমানন্ত ১৪ বোতল ভারতীয় মদ আটক করে বিজিবির একটি টিম । এছাড়া পৃথক অভিযানে পদ্মশাখরার দাসপাড়া থেকে ১,৪০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ, ভোমরার লক্ষী দাড়ি থেকে ৮৭,০০০ টাকা মূল্যের কম্বল ও কাপড়, কলারোয়ার কালিয়ানী থেকে ১,০৫,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ,তলুইগাছা থেকে ৩০,০০০ টাকা মূল্যের ভারতীয় থ্রী-পিস এবং চান্দুরিয়া থেকে ১,৪০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ, কাকডাংগার ভাদিয়ালী থেকে ২,১০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ, কলারোয়া চান্দা এলাকা থেকে ১,৪০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ এবং কলারোয়ার গোপীনাথপুর থেকে ৮৪,০০০ টাকা মূল্যের ভারতীয় কম্বল আটক করা হয়।
তিনি আরো জানান উদ্ধারকৃত মালামালের মূল্য ১০,৭১,০০০/- (দশ লক্ষ একাত্তর হাজার) টাকার মত। জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা দেওয়া হয়েছে। এছাড়াও মাদকদ্রব্য গুলি সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ষ্টোরে জমা হয়েছে
আইন সম্পাদক: এড. শাহনিয়া সুলতানা, সম্পাদকঃ এ.কে.এম. মাহবুবুল করিম, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ রফিকুল ইসলাম রফিক, সহ সম্পাদক-মো: জাহাঙ্গীর আলম, ব্যবস্থাপনা সম্পাদক মোঃ শাকিল আহমেদ, নির্বাহী সম্পাদক: মো: বোরহান উদ্দিন বাবুল। সম্পাদক কর্তৃক বারকো প্রিন্টিং ওয়ার্কস, ১৯ শেখ সাহেব বাজার রোড ঢাকা-১২০৫ থেকে মুদ্রিত ও প্রকাশিত। বানিজ্যিক কার্যালয়ঃ বাড়ি ১৬, রোড-১৩, সেক্টর-৪, উত্তরা, ঢাকা। মোবাইলঃ ০১৯১৫-২১০৪৭৭, ০১৬১৫-২১০৪৭৭। E-mail : [email protected]
© THE WEEKLY BIBEK © 2025