গণশক্তি ডেস্কঃ
খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান বলেছেন, সন্ত্রাসী ও চাঁদাবাজদের কোন ধরনের ছাড় দেওয়া হবে না। তিনি সকলকে যার যার অবস্থান থেকে সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধের আহ্বান জানিয়ে বলেন, সারাদেশের চেয়ে খাগড়াছড়ির আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে খাগড়াছড়ি সেনা রিজিয়নে আয়োজিত সম্প্রীতি সভায় এসব কথা বলেন ব্রিগেডিয়ার আমান।
সভায় খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া বলেন, সমতলের চেয়ে পাহাড়ে রাজনীতির পথ পিচ্ছিল। এখানে বিএনপির বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র চলছে। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অধীন বিশেষ করে শিক্ষা ও স্বাস্থ্য খাতে যোগ্য ব্যক্তিদের নিয়োগ দিয়ে স্বচ্ছতা নিশ্চিত করার পক্ষে মত দেন। তিনি অভিযোগ করেন, বিগত আওয়ামী লীগের আমলে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদে শিক্ষক নিয়োগে জনপ্রতি ২৫ লাখ টাকা পর্যন্ত নিয়ে অযোগ্য ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়েছে। আর এখন ঠিকাদারদের জামানত থেকেও ঘুষ নেওয়া হচ্ছে।
পুলিশ সুপার মো: আরেফিন জুয়েল, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরণ ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, বিশিষ্ট উপজাতীয় নেতা রবি শংকর তালুকদার, খাগড়াছড়ি ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক হুমায়ুন কবীরসহ জাতীয় পাটি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
ব্যবসায়ী নেতৃবৃন্দ খাগড়াছড়ি বাজার ছাড়াও পথে পথে একাধিক পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজির অভিযোগ তুলেন।
আইন সম্পাদক: এড. শাহনিয়া সুলতানা, সম্পাদকঃ এ.কে.এম. মাহবুবুল করিম, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ রফিকুল ইসলাম রফিক, সহ সম্পাদক-মো: জাহাঙ্গীর আলম, ব্যবস্থাপনা সম্পাদক মোঃ শাকিল আহমেদ, নির্বাহী সম্পাদক: মো: বোরহান উদ্দিন বাবুল। সম্পাদক কর্তৃক বারকো প্রিন্টিং ওয়ার্কস, ১৯ শেখ সাহেব বাজার রোড ঢাকা-১২০৫ থেকে মুদ্রিত ও প্রকাশিত। বানিজ্যিক কার্যালয়ঃ বাড়ি ১৬, রোড-১৩, সেক্টর-৪, উত্তরা, ঢাকা। মোবাইলঃ ০১৯১৫-২১০৪৭৭, ০১৬১৫-২১০৪৭৭। E-mail : [email protected]
© THE WEEKLY BIBEK © 2025