শ্যামনগরে এই লাট বাহাদুর এর নেতৃত্বে চলছে নিষিদ্ধ কাঁকড়া আহারণ ও ব্যবসা।
নিজস্ব প্রতিনিধিঃ শ্যামনগর সাতক্ষীরা
জানুয়ারি ফেব্রুয়ারি কাঁকড়ার প্রজনন মৌসুম হিসেবে সুন্দরবন থেকে আহরণ সহ কাঁকড়া মজুদ পরিবহন কেনা বেচা সম্পূর্ণ বন্ধ থাকলেও শ্যামনগর উপজেলার ভেটখালী বাজারে এই বাবু মোল্লা লাট বাহাদুরের নেতৃত্বে চলছে কাঁকড়া কেনা বেঁচা আহরণ ধূমধাম এ ব্যাপারে জানতে চাইলে বাবু মোল্লা কঠোর ভাষায় এই প্রতিবেদককে বলেন আমরা ফরেস্ট, নৌপুলিশ,থানা পুলিশ, কোর্স গার্ড,সি পি জি ও প্রেস ক্লাব সহ সকল জায়গায় ম্যানেজ করে তাঁর পর নৌকা সুন্দরবনে প্রবেশ করিয়েছি এবং এই ব্যবসা চালিয়ে যাচ্ছি কারোর কিছু করার থাকলে করবে আমাদের মন্ত্রণালয়ের ও অনুমতি আছে সম্প্রতি পহেলা জানুয়ারি থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত কাঁকড়া আহরণ বহন কেনা বেঁচা সরকারিভাবে সম্পূর্ণ নিষিদ্ধ এবং সুন্দরবনে কাঁকড়া আহরণের পাস বন্ধ এ ব্যাপারে সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক মশিউর রহমান জানান আমাদের অভিযান অব্যাহত রয়েছে যেখানেই কাঁকড়া পাবো জব্দ করে আইনগত ব্যবস্থা নিব এ ব্যাপারে শ্যামনগর থানার ওসি বলেন বিষয়টি শুনলাম জরুরী ভিত্তিতে গুরুত্ব দিও দেখব এবং কাঁকড়ার ট্র্যাক আটকিয়ে আইনগত ব্যবস্থা নিব।
আইন সম্পাদক: এড. শাহনিয়া সুলতানা, সম্পাদকঃ এ.কে.এম. মাহবুবুল করিম, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ রফিকুল ইসলাম রফিক, সহ সম্পাদক-মো: জাহাঙ্গীর আলম, ব্যবস্থাপনা সম্পাদক মোঃ শাকিল আহমেদ, নির্বাহী সম্পাদক: মো: বোরহান উদ্দিন বাবুল। সম্পাদক কর্তৃক বারকো প্রিন্টিং ওয়ার্কস, ১৯ শেখ সাহেব বাজার রোড ঢাকা-১২০৫ থেকে মুদ্রিত ও প্রকাশিত। বানিজ্যিক কার্যালয়ঃ বাড়ি ১৬, রোড-১৩, সেক্টর-৪, উত্তরা, ঢাকা। মোবাইলঃ ০১৯১৫-২১০৪৭৭, ০১৬১৫-২১০৪৭৭। E-mail : [email protected]
© THE WEEKLY BIBEK © 2025