মোঃ সাবিউদ্দিন: শীতে গোসল করতে বলায় লামিয়া আক্তার (৯) নামের চতুর্থ শ্রেণির স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) টাঙ্গাইলের সখীপুর উপজেলায় এই ঘটনা ঘটে। যাদবপুর ইউনিয়ন পরিষদের মেম্বার আলতাব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
লামিয়া যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ছিল। সে গ্রামের লুৎফর রহমানের মেয়ে।
পরিবারের সদস্যরা জানান, লামিয়া তীব্র শীতের কারণে গত এক সপ্তাহ গোসল করেনি। আজ সকাল ৯টার দিকে তার মা তাকে গোসল করতে বলেন। লামিয়া গোসল করবে না বললে মা তার সঙ্গে রাগারাগি করেন। পরে মা সংসারের কাজে ব্যস্ত হয়ে পড়েন। এ সুযোগে ঘরের দরজা বন্ধ করে দেয় লামিয়া। পরে অনেক ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি।
পরে দরজা ভেঙে লামিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। তাকে দ্রুত টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে টাঙ্গাইল হাসপাতাল ফাঁড়ির ইনচার্জ আতিকুর রহমান ভূঁইয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
আইন সম্পাদক: এড. শাহনিয়া সুলতানা, সম্পাদকঃ এ.কে.এম. মাহবুবুল করিম, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ রফিকুল ইসলাম রফিক, সহ সম্পাদক-মো: জাহাঙ্গীর আলম, ব্যবস্থাপনা সম্পাদক মোঃ শাকিল আহমেদ, নির্বাহী সম্পাদক: মো: বোরহান উদ্দিন বাবুল। সম্পাদক কর্তৃক বারকো প্রিন্টিং ওয়ার্কস, ১৯ শেখ সাহেব বাজার রোড ঢাকা-১২০৫ থেকে মুদ্রিত ও প্রকাশিত। বানিজ্যিক কার্যালয়ঃ বাড়ি ১৬, রোড-১৩, সেক্টর-৪, উত্তরা, ঢাকা। মোবাইলঃ ০১৯১৫-২১০৪৭৭, ০১৬১৫-২১০৪৭৭। E-mail : [email protected]
© THE WEEKLY BIBEK © 2025