ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক
লাইনচ্যুত হয়ে মোবাইল ও কম্পিউটারের একটি দোকানে ট্রাম ঢুকে পড়ার ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে প্রায় ২০ জন যাত্রী থাকলেও ভাগ্যক্রমে মাত্র ৪ জন আহত হন। মঙ্গলবার (২৯ অক্টোবর) নরওয়ের রাজধানী অসলোতে এ ঘটনা ঘটে।মার্কিন সংবাদ সংস্থা এপি’র এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
নরওয়েজিয়ান পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে অসলো স্টেশনের কাছে স্টোরগাটা এলাকার একটি ব্যস্ত রাস্তায়। যেখানে নিয়মিত ট্রাফিক চলাচল থাকে। দুর্ঘটনার কারণ এখনও সঠিকভাবে জানা যায়নি।
পুলিশ আরও জানিয়েছে, এই দুর্ঘটনার জন্য ট্রাম চালক সন্দেহভাজন হিসেবে বিবেচিত করা হচ্ছে। যদিও তার পরিচয় এখনও জানা যায়নি। ঘটনাটি তদন্তের জন্য নরওয়েজিয়ান সেফটি ইনভেস্টিগেশন অথরিটির সাহায্য নেয়া হচ্ছে।
দুর্ঘটনার ফলে দোকানটির সামনে বিশাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে পুলিশ ও দমকল বাহিনী। সড়কের আশেপাশের ভবনের নিরাপত্তার জন্য চার তলা ভবনটি সাময়িকভাবে খালি করা হয়।
প্রসঙ্গত, অসলোতে ট্রামের পরিচালনা করে অপারেটর স্পোরভেয়েন। বছরে প্রায় ৫ কোটি যাত্রী পরিবহন করে থাকে ট্রাম।
জেডএস/
আইন সম্পাদক: এড. শাহনিয়া সুলতানা, সম্পাদকঃ এ.কে.এম. মাহবুবুল করিম, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ রফিকুল ইসলাম রফিক, সহ সম্পাদক-মো: জাহাঙ্গীর আলম, ব্যবস্থাপনা সম্পাদক মোঃ শাকিল আহমেদ, নির্বাহী সম্পাদক: মো: বোরহান উদ্দিন বাবুল। সম্পাদক কর্তৃক বারকো প্রিন্টিং ওয়ার্কস, ১৯ শেখ সাহেব বাজার রোড ঢাকা-১২০৫ থেকে মুদ্রিত ও প্রকাশিত। বানিজ্যিক কার্যালয়ঃ বাড়ি ১৬, রোড-১৩, সেক্টর-৪, উত্তরা, ঢাকা। মোবাইলঃ ০১৯১৫-২১০৪৭৭, ০১৬১৫-২১০৪৭৭। E-mail : weeklybibek2019@gmail.com
© THE WEEKLY BIBEK © 2025