মোঃ সাবিউদ্দিন:
লেখা পড়া করে বড় বড় ডিগ্রী অর্জন করলে যেমন দেশের মানুষ চিনে আর পড়াশুনার পাশাপাশি খেলাধুলা করলে - বিশ্ব চিনে। অতএব লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করলে শরীর ও মন ভালো থাকবে।
আমাদের একটা শপথ করতে হবে, যে কোন ধরনের নেশাকে না করতে হবে। এ ছাড়াও বাল্য বিবাহ ছেলে মেয়েদের দূরে থাকতে হবে।
গত বৃহস্পতিবার ফুলবাড়িয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ৫২ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মো. আব্দুল মালেক সরকার এমপি এ সব কথা বলেন।
উপজেলা পরিষদের ভাবপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ শরাফ উদ্দিন সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পারভীন সুলতানা ও স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি ফুলবাড়িয়া উপজেলার সম্পাদক ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. বেলায়েত হোসেন।
এ সময় ফুলবাড়িয়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু ওবায়দা বাবুল, পলাশীহাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ এ. কে. এম শামছুল হক, পলাশতলী আমিরাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ. কে. এম সায়ফুল ইসলাম কাজল, কৈয়ারচালা পূর্বপাড়া বালিকা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল হান্নান, ফুলবাড়িয়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক ফরহাদ হোসেন প্রমুখ।আলোচনা অনুষ্ঠান সঞ্চালনা করেন হাতীলেইট উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মো. আমির হোসেন।
আইন সম্পাদক: এড. শাহনিয়া সুলতানা, সম্পাদকঃ এ.কে.এম. মাহবুবুল করিম, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ রফিকুল ইসলাম রফিক, সহ সম্পাদক-মো: জাহাঙ্গীর আলম, ব্যবস্থাপনা সম্পাদক মোঃ শাকিল আহমেদ, নির্বাহী সম্পাদক: মো: বোরহান উদ্দিন বাবুল। সম্পাদক কর্তৃক বারকো প্রিন্টিং ওয়ার্কস, ১৯ শেখ সাহেব বাজার রোড ঢাকা-১২০৫ থেকে মুদ্রিত ও প্রকাশিত। বানিজ্যিক কার্যালয়ঃ বাড়ি ১৬, রোড-১৩, সেক্টর-৪, উত্তরা, ঢাকা। মোবাইলঃ ০১৯১৫-২১০৪৭৭, ০১৬১৫-২১০৪৭৭। E-mail : [email protected]
© THE WEEKLY BIBEK © 2025