সাইফুল ইসলাম তরফদার (ময়মনসিংহ): ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৫ শত পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে দিঘারকান্দা ঢাকা বাইপাস রহমতপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার নাম হুমায়ুন মিয়া। সে বাগেরান্দার নিজকল্পার আঃ কাদিরের ছেলে।
ডিবির অফিসার ইনচার্জ (ওসি)ফারুক হোসেন জানান, মাদক বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোমবার রাতে ডিবির এসআই শাহ্ মিনহাজ উদ্দিন সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে দিঘারকান্দা ঢাকা বাইপাস হতে রহমতপুর গামী রাস্তায় মুজিব প্লাজা'' মার্কেটের রাকিব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নামক দোকানের সামনে ৫শত পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী হুমায়ুন মিয়াকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত হুমায়ুন দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত বলে পুলিশ জানিয়েছে।
তার বিরুদ্ধে ৩ টি মামলা রয়েছে। এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানায় মামলা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ।
আইন সম্পাদক: এড. শাহনিয়া সুলতানা, সম্পাদকঃ এ.কে.এম. মাহবুবুল করিম, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ রফিকুল ইসলাম রফিক, সহ সম্পাদক-মো: জাহাঙ্গীর আলম, ব্যবস্থাপনা সম্পাদক মোঃ শাকিল আহমেদ, নির্বাহী সম্পাদক: মো: বোরহান উদ্দিন বাবুল। সম্পাদক কর্তৃক বারকো প্রিন্টিং ওয়ার্কস, ১৯ শেখ সাহেব বাজার রোড ঢাকা-১২০৫ থেকে মুদ্রিত ও প্রকাশিত। বানিজ্যিক কার্যালয়ঃ বাড়ি ১৬, রোড-১৩, সেক্টর-৪, উত্তরা, ঢাকা। মোবাইলঃ ০১৯১৫-২১০৪৭৭, ০১৬১৫-২১০৪৭৭। E-mail : [email protected]
© THE WEEKLY BIBEK © 2025