মোঃ সাবিউদ্দিন: ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের ( ডিবি) চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। এ সময় ২২ গ্রাম হেরোইন ও ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।
ডিবির ওসি ফারুক হোসেন জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে মাদকমুক্ত ময়মনসিংহ গড়তে নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে শনিবার পৃথক অভিযান চালিয়ে এই মাদক বসবসায়ীদেরকে গ্রেফতার করা হয়েছে।
এর মাঝে এসআই শেখ গোলাম মোস্তফা রুবেল সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে জেলার ফুলবাড়ীয়ার সারুটিয়া থেকে ২২ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী ওয়াজ কুরুনি ওরফে জীবন, মোঃ কামরুজ্জামান বাদলকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত। তাদের বিরুদ্ধে চারের অধিক মামলা রয়েছে।
অপরদিকে এসআই রূপন কুমার সরকার সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ভালুকার সিডষ্টোর বাজার থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী হালুয়াঘাটের মোঃ শফিকুল ইসলাম ও গাজীপুরের মোঃ পারভেজকে গ্রেফতার করে।
তাদের বিরুদ্ধে পৃথক মামলা হয়েছে। রবিবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
আইন সম্পাদক: এড. শাহনিয়া সুলতানা, সম্পাদকঃ এ.কে.এম. মাহবুবুল করিম, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ রফিকুল ইসলাম রফিক, সহ সম্পাদক-মো: জাহাঙ্গীর আলম, ব্যবস্থাপনা সম্পাদক মোঃ শাকিল আহমেদ, নির্বাহী সম্পাদক: মো: বোরহান উদ্দিন বাবুল। সম্পাদক কর্তৃক বারকো প্রিন্টিং ওয়ার্কস, ১৯ শেখ সাহেব বাজার রোড ঢাকা-১২০৫ থেকে মুদ্রিত ও প্রকাশিত। বানিজ্যিক কার্যালয়ঃ বাড়ি ১৬, রোড-১৩, সেক্টর-৪, উত্তরা, ঢাকা। মোবাইলঃ ০১৯১৫-২১০৪৭৭, ০১৬১৫-২১০৪৭৭। E-mail : [email protected]
© THE WEEKLY BIBEK © 2025