মোঃ সাবিউদ্দিন: ময়মনসিংহে পিতলের মূর্তিকে স্বর্ণের কোটি টাকা মূল্যের মূর্তি সাজিয়ে প্রতারণার আশ্রয় নিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) বুধবার ঈশ্বরগঞ্জ থেকে এই প্রতারককে পিতলের মূর্তিসহ গ্রেফতার গ্রেফতার করে।
ডিবির ওসি ফারুক হোসেন জানান, একটি চক্র পিতলের মূর্তিকে স্বর্ণের মূর্তি দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে।
গত ১৯ জানুয়ারি ঈশ্বরগঞ্জের নিজাম উদ্দিনকে স্বর্ণের মূর্তি দিবে বলে ২ লাখ টাকা হাতিয়ে নেয় প্রতারকচক্র। এই সংক্রান্তে নিজামের স্ত্রী ঈশ্বরগঞ্জ থানায় মামলা নং-২২, তারিখ-৩১/০১/২০২৪ ধারা-৪০৬/৪২০পেনাল কোড দায়ের করেন। মামলাটি দায়েরের পর পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এই চক্রের সদস্যদের গ্রেফতারের নির্দেশ প্রদান করলে ডিবির একটি টিম ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করে। ডিবির ওসি ফারুক হোসেন আরো বলেন, ডিবি পুলিশের ধারাবাহিক অভিযানে বুধবার দুপুরে প্রতারক চক্রের সদস্য মোঃ এমদাদুল হককে ঈশ্বরগঞ্জ বাজারের ঠাকুরের হোটেলের সামনে থেকে গ্রেফতার করা হয়। সে ঈশ্বরগঞ্জের কুরসীপাড়ার মোঃ আব্দুর রাশিদের ছেলে।
গ্রেফতারকৃত এমদাদুলের হেফাজত থেকে প্রতারণার কাজে ব্যবহৃত একটি পিতলের মূর্তি উদ্ধার করে পুলিশ।
আইন সম্পাদক: এড. শাহনিয়া সুলতানা, সম্পাদকঃ এ.কে.এম. মাহবুবুল করিম, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ রফিকুল ইসলাম রফিক, সহ সম্পাদক-মো: জাহাঙ্গীর আলম, ব্যবস্থাপনা সম্পাদক মোঃ শাকিল আহমেদ, নির্বাহী সম্পাদক: মো: বোরহান উদ্দিন বাবুল। সম্পাদক কর্তৃক বারকো প্রিন্টিং ওয়ার্কস, ১৯ শেখ সাহেব বাজার রোড ঢাকা-১২০৫ থেকে মুদ্রিত ও প্রকাশিত। বানিজ্যিক কার্যালয়ঃ বাড়ি ১৬, রোড-১৩, সেক্টর-৪, উত্তরা, ঢাকা। মোবাইলঃ ০১৯১৫-২১০৪৭৭, ০১৬১৫-২১০৪৭৭। E-mail : [email protected]
© THE WEEKLY BIBEK © 2025