মোঃ সাবিউদ্দিন: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাসদ'র (ইনু) প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। ঘোষিত ওই তালিকায় ময়মনসিংহ বিভাগের ৭টি আসনে জাসদের মশাল মার্কার মনোনয়ন দেয়া হয়েছে। ময়মনসিংহ বিভাগে জাসদের মশাল মার্কার প্রার্থীরা হলেন- ১৪৭ ময়মনসিংহ- ২ ফুলপুর- তারাকান্দাঃ অ্যাডভোকেট শিব্বির আহাম্মেদ লিটন, ১৪৯ ময়মনসিংহ-৪ (ময়মনসিংহ সদর) অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু, ১৫০ ময়মনসিংহ- ৫ (মুক্তাগাছা) সাংবাদিক শামসুল আলম খান, ১৫১ ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া-) সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু, ১৫২ ময়মনসিংহ- ৭ (ত্রিশাল) রতন সরকার, ১৫৪ ময়মনসিংহ- ৯, (নান্দাইল) অ্যাডভোকেট গিয়াস উদ্দিন, ১৫৬ ময়মনসিংহ- ১১ (ভালুকা) অ্যাডভোকেট সাদিক হোসেন।
আইন সম্পাদক: এড. শাহনিয়া সুলতানা, সম্পাদকঃ এ.কে.এম. মাহবুবুল করিম, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ রফিকুল ইসলাম রফিক, সহ সম্পাদক-মো: জাহাঙ্গীর আলম, ব্যবস্থাপনা সম্পাদক মোঃ শাকিল আহমেদ, নির্বাহী সম্পাদক: মো: বোরহান উদ্দিন বাবুল। সম্পাদক কর্তৃক বারকো প্রিন্টিং ওয়ার্কস, ১৯ শেখ সাহেব বাজার রোড ঢাকা-১২০৫ থেকে মুদ্রিত ও প্রকাশিত। বানিজ্যিক কার্যালয়ঃ বাড়ি ১৬, রোড-১৩, সেক্টর-৪, উত্তরা, ঢাকা। মোবাইলঃ ০১৯১৫-২১০৪৭৭, ০১৬১৫-২১০৪৭৭। E-mail : [email protected]
© THE WEEKLY BIBEK © 2025