গণশক্তি ডেস্কঃ
আটক ব্যক্তির বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দিয়ে থানায় হস্তান্তর করেছে বিজিবি।
ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে পঞ্চগড় সদর উপজেলা সীমান্ত থেকে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
এ সময় তার কাছে আমেরিকান ডলার, চীনা ইউয়ান, ভারতীয় রুপিসহ প্রায় ৫০ হাজার মুদ্রা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
বৃহস্পতিবার রাতে উপজেলার আমতলী এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন বিজিবি পঞ্চগড় ১৮ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর রিয়াদ মোর্শেদ।
এ ঘটনায় শুক্রবার পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন মীরগড় বিওপির হাবিলদার কালিপদ রায় ওই ব্যক্তির বিরুদ্ধে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে (পাসপোর্ট আইনে) মামলা করেছেন।
আটক ফাইম সাইদ আহমেদ (৪৭) ঢাকার রায়ের বাজার এলাকার পশ্চিম তল্লাবাগ এলাকার প্রয়াত আবু আহম্মেদের ছেলে।
বিজিবি জানায়, রাতে ফাইম ১৮ ব্যাটালিয়নের মীরগড় বিজিবি ক্যাম্পের আওতাধীন বাংলাদেশ-ভারত সীমান্তের মেইন পিলার ৪২২ এর ১০ নম্বর সাব পিলার এলাকায় বাংলাদেশের ভেতর ঘোরাঘুরি করছিলেন। এক পর্যায়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাকে আটক করেন।
পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে কোনো উত্তর দেননি। এ সময় তার কাছে থাকা একটি ব্যাগ থেকে তিন হাজার ৩০ টাকার বিভিন্ন নোট, ৩০০ ইউএস ডলার, পাঁচ হাজার ৫১০ ভারতীয় রুপি, পাঁচ হাজার ৭৩৭ চায়না ইউয়ানসহ দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
বিজিবি পঞ্চগড় ১৮ ব্যাটালিয়নের অধিনায়ক মনিরুল ইসলাম বলেন, “ওই ব্যক্তি ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন। আটকের বিরুদ্ধে মামলা দিয়ে পঞ্চগড় সদর থানায় হস্তান্তর ক
রা হয়েছে।”
আইন সম্পাদক: এড. শাহনিয়া সুলতানা, সম্পাদকঃ এ.কে.এম. মাহবুবুল করিম, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ রফিকুল ইসলাম রফিক, সহ সম্পাদক-মো: জাহাঙ্গীর আলম, ব্যবস্থাপনা সম্পাদক মোঃ শাকিল আহমেদ, নির্বাহী সম্পাদক: মো: বোরহান উদ্দিন বাবুল। সম্পাদক কর্তৃক বারকো প্রিন্টিং ওয়ার্কস, ১৯ শেখ সাহেব বাজার রোড ঢাকা-১২০৫ থেকে মুদ্রিত ও প্রকাশিত। বানিজ্যিক কার্যালয়ঃ বাড়ি ১৬, রোড-১৩, সেক্টর-৪, উত্তরা, ঢাকা। মোবাইলঃ ০১৯১৫-২১০৪৭৭, ০১৬১৫-২১০৪৭৭। E-mail : [email protected]
© THE WEEKLY BIBEK © 2025