স্টাফ রিপোর্টার(ফুলবাড়িয়া): ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া উপজেলাস্থ বরুকা গ্রামের মৃত উমেদ আলী মন্ডলের ছেলে আমির আলী বাহাদুর গং -এর বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিচয় ব্যবহার করে প্রতিবেশী আব্দুল কদ্দুছের গাছ কেটে জমি দখল ও তাতে অবৈধ সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে।
সরজমিনে জানা গেছে যে, আব্দুল কদ্দুছের ক্রয়কৃত ও পৈত্রিক সূত্রে পাওয়া জমি থেকে গাছ কেটে জমি দখল ও তাতে অবৈধ সীমানা প্রাচীর নির্মাণ করছে। আমির আলী বাহাদুর গং -কে একাদিক বার বাধা দেয়া হলেও জোরপূর্বক দখলকাজ পরিচালনা করে।
ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে আমির আলী বাহাদুর বলেন, ‘আমি একজন মুক্তিযোদ্ধা, আমার দুই ছেলে পুলিশে চাকরি করে। কেউ আমার কিছুই করতে পারবে না এবং তার গুন্ডাবাহিনীকে পুলিশের সামনেই আবারও গাছ কাটার অর্ডার দেন।
এ সময় প্রতিবেশী আব্দুল কুদ্দুসকে হুমকি ও ভয়ভীতি দেখাতে শুরু করেন। এছাড়াও আমির আলী বাহাদুর গং -এর বিরুদ্ধে একাধিকবার গাছ কাটা ও জমি দখলের অভিযোগ রয়েছে।
এই ঘটনায় উপজেলা নির্বাহী অফিসারের দ্বারস্থ হলে তিনি মৌখিকভাবে আদালতে যাওয়ার পরামর্শ দেন।
এদিকে, এ ঘটনার তীব্র ক্ষোভ ও নিন্দা জ্ঞাপন করেছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ফাউন্ডেশন, সঞ্জীবন যুব সংস্থা, রানীগঞ্জ পাঠাগার, দ্য স্টুডেন্টস’ ওয়েলফেয়ার এসোসিয়েশন, বরুকা সামাজিক উন্নয়ন প্রকল্প, বর্ধমান বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এসোসিয়েশন প্রভৃতি সংগঠন।
বিবৃতিতে বলা হয়, ‘মুক্তিযোদ্ধাগণ আমাদের দেশের সূর্যসন্তান। সবসময়ই যেকোনো অন্যায় ও অবিচারের বিরুদ্ধে তাঁদেরকে সোচ্চার হিসেবেই আমরা জেনেছি ও পেয়েছি। এমতাবস্থায়, আনীত অভিযোগটি প্রকৃত মুক্তিযোদ্ধাদের জন্যেও বিব্রতকর বলে আমরা বিশ্বাস করি। উদ্ভুত প্রেক্ষাপটে দায়ী ব্যক্তি/ব্যক্তিবর্গের প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করছি। একই সাথে দ্রুততম সময়ের মাঝে সুষ্ঠু তদন্ত পূর্বক প্রকৃত দোষীকে আইনের আওতায় আনার মাধ্যমে আমাদের মুক্তিযোদ্ধাদের সামাজিক সম্মান পুনঃপ্রতিষ্ঠিত করার বিষয়ে জোর অবস্থান ব্যক্ত করছি।
আইন সম্পাদক: এড. শাহনিয়া সুলতানা, সম্পাদকঃ এ.কে.এম. মাহবুবুল করিম, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ রফিকুল ইসলাম রফিক, সহ সম্পাদক-মো: জাহাঙ্গীর আলম, ব্যবস্থাপনা সম্পাদক মোঃ শাকিল আহমেদ, নির্বাহী সম্পাদক: মো: বোরহান উদ্দিন বাবুল। সম্পাদক কর্তৃক বারকো প্রিন্টিং ওয়ার্কস, ১৯ শেখ সাহেব বাজার রোড ঢাকা-১২০৫ থেকে মুদ্রিত ও প্রকাশিত। বানিজ্যিক কার্যালয়ঃ বাড়ি ১৬, রোড-১৩, সেক্টর-৪, উত্তরা, ঢাকা। মোবাইলঃ ০১৯১৫-২১০৪৭৭, ০১৬১৫-২১০৪৭৭। E-mail : [email protected]
© THE WEEKLY BIBEK © 2025