স্টাফ রিপোর্টার(ফুলবাড়িয়া): ময়মনসিংহের ফুলবাড়িয়া পৌরসভা চত্বরে ভিজিএফ এর চাউল বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় ঈদ উল আযহা উপলক্ষে পৌর এলাকার দু:স্থ, অসহায়. হতদরিদ্র পরিবারের মাঝে বিনামুল্যে চাউল বিতরণ করেন পৌর মেয়র মোঃগোলাম কিবরিয়া।
এ সময় উপস্থিত ছিলেন ট্যাক অফিসার ও উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ হাবিবুর রহমান তালুকদার, প্রশাসনিক কর্মকর্তা মনিরুজ্জামান মনির, কাউন্সিলর আকবর হোসেন মাস্টার,হিসাবরক্ষণ আরিফুর রহমান প্রমুখ।
প্রথম শ্রেণির পৌরসভা হিসাবে ৩ হাজার কার্ডের পরিবর্তে চার হাজার ৬শ ২১ জন,৪৬.২১০ মেট্রিক টন চাউল- কার্ডধারীরা ১০ কেজি করে চাউল পাচ্ছেন।
আইন সম্পাদক: এড. শাহনিয়া সুলতানা, সম্পাদকঃ এ.কে.এম. মাহবুবুল করিম, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ রফিকুল ইসলাম রফিক, সহ সম্পাদক-মো: জাহাঙ্গীর আলম, ব্যবস্থাপনা সম্পাদক মোঃ শাকিল আহমেদ, নির্বাহী সম্পাদক: মো: বোরহান উদ্দিন বাবুল। সম্পাদক কর্তৃক বারকো প্রিন্টিং ওয়ার্কস, ১৯ শেখ সাহেব বাজার রোড ঢাকা-১২০৫ থেকে মুদ্রিত ও প্রকাশিত। বানিজ্যিক কার্যালয়ঃ বাড়ি ১৬, রোড-১৩, সেক্টর-৪, উত্তরা, ঢাকা। মোবাইলঃ ০১৯১৫-২১০৪৭৭, ০১৬১৫-২১০৪৭৭। E-mail : [email protected]
© THE WEEKLY BIBEK © 2025