ফুলবাড়িয়া(ময়মনসিংহ)প্রতিনিধি: মেয়ের সাথে অভিমান করে মা কুলছুম (৪০) নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
এ ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার পুটিজানা ইউনিয়নের চক দেওগাও গ্রামে।
স্থানীয়রা জানায়, শনিবার (২২ জুন) সকালে বাড়ির উঠোন থেকে একটি হাসের বাচ্চা নিয়ে যায় চিলে।
এ নিয়ে মা কুলছুম আক্তার মেয়েকে বকা বাধ্য করে, এক পর্যায়ে মায়ের হাতে থাকা দা দিয়ে মেয়ে আফরোজা (১৫) কে আঘাত করলে হাতে লেগে আঙ্গুল কেটে যায়। পিতা হাবিবুর রহমান মেয়েকে চিকিৎসার জন্য ডাক্তারের কাছে গেলে, এই ফাঁকে মা কুলছুম আক্তার মনের কষ্টে অভিমানে নিজ ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন।
ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ রাশেদুজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আইন সম্পাদক: এড. শাহনিয়া সুলতানা, সম্পাদকঃ এ.কে.এম. মাহবুবুল করিম, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ রফিকুল ইসলাম রফিক, সহ সম্পাদক-মো: জাহাঙ্গীর আলম, ব্যবস্থাপনা সম্পাদক মোঃ শাকিল আহমেদ, নির্বাহী সম্পাদক: মো: বোরহান উদ্দিন বাবুল। সম্পাদক কর্তৃক বারকো প্রিন্টিং ওয়ার্কস, ১৯ শেখ সাহেব বাজার রোড ঢাকা-১২০৫ থেকে মুদ্রিত ও প্রকাশিত। বানিজ্যিক কার্যালয়ঃ বাড়ি ১৬, রোড-১৩, সেক্টর-৪, উত্তরা, ঢাকা। মোবাইলঃ ০১৯১৫-২১০৪৭৭, ০১৬১৫-২১০৪৭৭। E-mail : [email protected]
© THE WEEKLY BIBEK © 2025