স্টাফ রিপোর্টার(ফুলবাড়িয়া): ময়মনসিংহের ফুলবাড়িয়ার সন্তোষপুর রাবার বাগান তিন রাস্তার মোড়ে এলাকায় গণধর্ষণের অভিযোগ করেছেন তালাকপ্রাপ্ত এক নারী। ধর্ষিতা মোছাঃ রহিমা খাতুন (২৫) নিজেই বাদী হয়ে ফুলবাড়িয়া থানায় মামলা করেন। মামলা নং- ২৫ তাং-২৫/০৬/২০২৪। ধর্ষিতা নারীর লিখিত অভিযোগ থেকে জানা যায়।
গত ২১ জুন সকাল অনুমান ৯ ঘটিকায় সন্তোষপুর বাবার বাড়ী হতে পূর্বের স্বামীর (তালাকপ্রাপ্ত) ঘরে তার মেয়েকে দেখার জন্য টাঙ্গাইল জেলার ঘাটাইল থানাধীন সাগরদিঘী গ্রামে যায়। সেখান থেকে অজ্ঞাতনামা অটোযোগে ফেরার সময় রাত অনুমান ১০ ঘটিকার সময় নিজ বাড়ী সংলগ্ন সন্তোষপুর রাবার বাগান তিন রাস্তার মোড়ে অটোগাড়ি থামিয়ে অটো চালককে অটোসহ বিদায় করে দেয়।
এরপর বাদীর মুখে গামছা প্যাচাইয়া জোর পূর্বক সন্তোষপুর রাবার বাগানের ভিতর নিয়া যায়। সেখানে বিবাদী মোঃ শরিফ (৩০), মোঃ শফিকুল ইসলাম ওরফে সফু (৪০), মোঃ আলমগীর মিয়া (৩০), মোঃ আলাল মিয়া (৩১) জোর পূর্বক পালাক্রমে ধর্ষণ করে। ধর্ষনকারী ব্যতিত অন্যান্য বিবাদীরা বাদীর হাত, পা, মাথা ধরে রাখে।
২২জুন রাত অনুমান ৩ ঘটিকার সময় বিবাদীগণ বাদীকে ঘটনাস্থলে ফেলে চলে যায়। ধর্ষিতা অনেক কষ্টে তার আত্মীয় তাজু মিয়ার বাড়ীতে গেলে তারা বাদীর বাড়ীতে সংবাদ দিলে বাড়ীর লোকজন এসে বাদীকে বাড়ীতে নিয়ে যায়। উক্ত ঘটনায় ফুলবাড়িয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সং/০৩) এর ৭/৯(৩) ধারায় মামলা রুজু হয়।
থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুজ্জামান রাশেদ বলেন, ভিক্টিম বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আইন সম্পাদক: এড. শাহনিয়া সুলতানা, সম্পাদকঃ এ.কে.এম. মাহবুবুল করিম, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ রফিকুল ইসলাম রফিক, সহ সম্পাদক-মো: জাহাঙ্গীর আলম, ব্যবস্থাপনা সম্পাদক মোঃ শাকিল আহমেদ, নির্বাহী সম্পাদক: মো: বোরহান উদ্দিন বাবুল। সম্পাদক কর্তৃক বারকো প্রিন্টিং ওয়ার্কস, ১৯ শেখ সাহেব বাজার রোড ঢাকা-১২০৫ থেকে মুদ্রিত ও প্রকাশিত। বানিজ্যিক কার্যালয়ঃ বাড়ি ১৬, রোড-১৩, সেক্টর-৪, উত্তরা, ঢাকা। মোবাইলঃ ০১৯১৫-২১০৪৭৭, ০১৬১৫-২১০৪৭৭। E-mail : [email protected]
© THE WEEKLY BIBEK © 2025