আসিফ রায়হান:
গাজীপুর মহানগর পূবাইলে ৮বছরের শিশু যৌন নিপীড়নের অভিযোগে শংকর চন্দ্র শীল (৫০) নামে এক নিপীড়নকারী কে আটক করেছে পূবাইল থানা পুলিশ।
শংকরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ভুক্তভোগী শিশুর মা।
মামলা সূত্রে জানা যায় সোমবার (১৭ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে নগরীর পূবাইল থানা এলাকার পূবাইল কলেজ গেইট সোলায়মান মার্কেটে অবস্থিত বাদীর বড় বোন রওশনারার টেইলার্সের দোকানের পাশে সিঁড়ির নিচে গিয়ে বাদীর মেয়ের গোপনাঙ্গ সহ শরীরের বিভিনস্থানে হাত দিয়ে যৌন হয়রানী করার অভিযোগের প্রেক্ষিতে অফিসার ইনচার্জ নারী ও শিশু নির্যাতন আইনে মামলা রুজু করেন।
মামলার তদন্ত কর্মকর্তা এস আই মোঃ রফিকুল ইসলাম ঐদিন রাতেই অভিযান পরিচালনা করে শংকর কে গ্রেফতার করে।
অভিযুক্ত শংকর পূবাইল সাতানীপাড়া এলাকার হরিষ চন্দ্র শীলের ছেলে এবং পেশায় একজন সেলুন দোকানী।
এ ব্যাপারে পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমিরুল ইসলাম বলেন, ঘটনা উল্লেখ করে এক শিশুর মা ওই ব্যক্তির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
আইন সম্পাদক: এড. শাহনিয়া সুলতানা, সম্পাদকঃ এ.কে.এম. মাহবুবুল করিম, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ রফিকুল ইসলাম রফিক, সহ সম্পাদক-মো: জাহাঙ্গীর আলম, ব্যবস্থাপনা সম্পাদক মোঃ শাকিল আহমেদ, নির্বাহী সম্পাদক: মো: বোরহান উদ্দিন বাবুল। সম্পাদক কর্তৃক বারকো প্রিন্টিং ওয়ার্কস, ১৯ শেখ সাহেব বাজার রোড ঢাকা-১২০৫ থেকে মুদ্রিত ও প্রকাশিত। বানিজ্যিক কার্যালয়ঃ বাড়ি ১৬, রোড-১৩, সেক্টর-৪, উত্তরা, ঢাকা। মোবাইলঃ ০১৯১৫-২১০৪৭৭, ০১৬১৫-২১০৪৭৭। E-mail : [email protected]
© THE WEEKLY BIBEK © 2025