আসিফ রায়হান:
গাজীপুরের মহানগরীর পূবাইলে মাজুখান এলাকায় ট্রেনের ধাক্কায় মোসা. রোকসানা (১৮) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে পূবাইল থানাধীন মাজুখান-হারবাইদ রেল ক্রসিংয়ের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।
নিহত মোসা. রোকসানা গাজীপুর মহানগরীর পূবাইল থানার মাজুখান উওরপাড়া এলাকার মৃত রহমান মিয়ার মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত রোকসানা মানসিক রোগী। নিহত রোকসানার পরিবার জানায় ভোরের দিকে বাসা থেকে না বলে বের হয়ে যায়। সিলেট থেকে আসা ঢাকাগামী উপবন এক্সপ্রেস ট্রেনের ধাক্কা লেগে ঘটনাস্থলেই কিশোরী মৃত্যু হয়।
নরসিংদী রেলওয়ে ফাড়ির ইনচার্জ মো. জহিরুল ইসলাম জানান, ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
আইন সম্পাদক: এড. শাহনিয়া সুলতানা, সম্পাদকঃ এ.কে.এম. মাহবুবুল করিম, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ রফিকুল ইসলাম রফিক, সহ সম্পাদক-মো: জাহাঙ্গীর আলম, ব্যবস্থাপনা সম্পাদক মোঃ শাকিল আহমেদ, নির্বাহী সম্পাদক: মো: বোরহান উদ্দিন বাবুল। সম্পাদক কর্তৃক বারকো প্রিন্টিং ওয়ার্কস, ১৯ শেখ সাহেব বাজার রোড ঢাকা-১২০৫ থেকে মুদ্রিত ও প্রকাশিত। বানিজ্যিক কার্যালয়ঃ বাড়ি ১৬, রোড-১৩, সেক্টর-৪, উত্তরা, ঢাকা। মোবাইলঃ ০১৯১৫-২১০৪৭৭, ০১৬১৫-২১০৪৭৭। E-mail : [email protected]
© THE WEEKLY BIBEK © 2025