আসিফ রায়হান:
গাজীপুরের দুঃস্থ ও দরিদ্র প্রবীণদের জন্য জামায়াতে ইসলামীর মানবসেবা ও সমাজকল্যাণ পরিষদ বিনামূল্যে স্বাস্থ্যসেবা কর্মসূচির আয়োজন করেছে।
সোমবার গাজীপুর মহানগরীর ৩৯ নম্বর ওয়ার্ডের হায়দারাবাদ হোসেনিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসা ও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়।
ক্যাম্পে দুঃস্থ ও প্রবীণদের জন্য বিনামূল্যে চোখের অস্ত্রোপচার, ছানি অপারেশন, চশমা প্রদানসহ অন্যান্য চোখের সেবা দেওয়া হয়।
এছাড়াও বিনামূল্যে অন্যান্য স্বাস্থ্যসেবাও প্রদান করা হয়, এবং রোগীদের থাকা-খাওয়ার ব্যবস্থা নিশ্চিত করা হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর-২ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও গাজীপুর মহানগরের নায়েবে আমির হোসেন আলী।
মানবসেবা ও সমাজকল্যাণ পরিষদের পূবাইল থানার সভাপতি খন্দকার আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগরের ন্যাশনাল ডক্টরস ফোরামের সভাপতি অধ্যাপক ডা. আমজাদ হোসেন এবং পূবাইল থানা জামায়াতের আমির আশরাফ আলী কাজল।
এছাড়া আরও উপস্থিত ছিলেন- নগরীর ৩৯ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি রেজাউল করিম, সহ-সভাপতি মো. ওলিউল্লাহ, পূবাইল থানা শাখা ছাত্রশিবিরের সভাপতি ইকবাল মাহমুদ এবং পূবাইল থানা প্রশিক্ষণ সম্পাদক মাহাদী হাসান নাঈম প্রমুখ।
আইন সম্পাদক: এড. শাহনিয়া সুলতানা, সম্পাদকঃ এ.কে.এম. মাহবুবুল করিম, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ রফিকুল ইসলাম রফিক, সহ সম্পাদক-মো: জাহাঙ্গীর আলম, ব্যবস্থাপনা সম্পাদক মোঃ শাকিল আহমেদ, নির্বাহী সম্পাদক: মো: বোরহান উদ্দিন বাবুল। সম্পাদক কর্তৃক বারকো প্রিন্টিং ওয়ার্কস, ১৯ শেখ সাহেব বাজার রোড ঢাকা-১২০৫ থেকে মুদ্রিত ও প্রকাশিত। বানিজ্যিক কার্যালয়ঃ বাড়ি ১৬, রোড-১৩, সেক্টর-৪, উত্তরা, ঢাকা। মোবাইলঃ ০১৯১৫-২১০৪৭৭, ০১৬১৫-২১০৪৭৭। E-mail : [email protected]
© THE WEEKLY BIBEK © 2025