আসিফ রায়হান:
গাজীপুর মহানগরীর পূবাইলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে কাভার্ডভ্যানের এর চাপায় ইজিবাইক চালক মো. বায়জিদ (১৮) এর মৃত্যু হয়েছে।
বুধবার (২১ মে) দুপুরে পূবাইল থানাধীন ৪০নং ওয়ার্ডের ঢাকা বাইপাস রোডের মেঘডুবী খোরাইদ এলাকায় বাইপাস সড়কে এ দূর্ঘটনা ঘটে।
নিহত বায়জিদ কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার মোলামকাছর গ্রামের নাজিমউদ্দীন এর ছেলে। বর্তমানে ৪০নং ওয়ার্ডের কুদাব এলাকার হায়দার ওরফে পেরার বাড়ির ভাড়াটিয়া।
জানা যায়, দুপুর ২ টার দিকে কাভারব্যানটি খোরাইদ রাস্তা থেকে বাইপাস রোডে উঠার সময় হঠাৎ কাভার্ডভ্যানটি উল্টে ইজিবাইক উপরে পড়ে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়
বায়জিদ মিরের বাজার থেকে ইজিবাইকে পান নিয়ে খোরাইদ যাওয়ার উদ্দেশ্যে বের হয়। খোরাইদ যাওয়ার পথে মেঘডুবি স্কুলের উত্তর পাশের এলাকায় পৌঁছালে কাভারব্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে চালকের (বায়জিদের) মৃত্যু হয়।
পূবাইল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।
আইন সম্পাদক: এড. শাহনিয়া সুলতানা, সম্পাদকঃ এ.কে.এম. মাহবুবুল করিম, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ রফিকুল ইসলাম রফিক, সহ সম্পাদক-মো: জাহাঙ্গীর আলম, ব্যবস্থাপনা সম্পাদক মোঃ শাকিল আহমেদ, নির্বাহী সম্পাদক: মো: বোরহান উদ্দিন বাবুল। সম্পাদক কর্তৃক বারকো প্রিন্টিং ওয়ার্কস, ১৯ শেখ সাহেব বাজার রোড ঢাকা-১২০৫ থেকে মুদ্রিত ও প্রকাশিত। বানিজ্যিক কার্যালয়ঃ বাড়ি ১৬, রোড-১৩, সেক্টর-৪, উত্তরা, ঢাকা। মোবাইলঃ ০১৯১৫-২১০৪৭৭, ০১৬১৫-২১০৪৭৭। E-mail : [email protected]
© THE WEEKLY BIBEK © 2025