স্টাফ রিপোর্টার: ৫ জুন ” বিশ্ব পরিবেশ দিবস ” উপলক্ষে পাইওনিয়ার ডেনিম লিঃ কর্তৃক পাইওনিয়ার ডেনিম এ পরিবেশ সচেতনতা বিষয়ক আলোচনা ও বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়। পাইওনিয়ার চত্ত্বর ও পুকুর পাড়, স্কুল, রাস্তার পাশে বৃক্ষ রোপন করা হয় ও বৃক্ষের চারা বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, আগা নাদিম মির্জা হেড অফ ডেনিম, মানবসম্পদ বিভাগের কর্মকর্তা ও বিভিন্ন ডিপার্টমেন্ট প্রধান, কর্মকর্তা ও কর্মচারী।
এ বছরের প্রতিপাদ্য “করবো ভূমি পুনুরুদ্ধার, রুখবো মরুময়তা; অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা”। বর্তমান বিশ্বে পরিবেশের অবনতি আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বায়ুদূষণ, জলদূষণ, বনাঞ্চল ধ্বংস, এবং জলবায়ু পরিবর্তনের মতো সমস্যা আমাদের পরিবেশকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে ।
আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টাই পারে আমাদের পরিবেশকে রক্ষা করতে। আসুন, আমরা সবাই সচেতন হই এবং আমাদের আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর এবং সুস্থ পরিবেশ রেখে যাই।
আইন সম্পাদক: এড. শাহনিয়া সুলতানা, সম্পাদকঃ এ.কে.এম. মাহবুবুল করিম, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ রফিকুল ইসলাম রফিক, সহ সম্পাদক-মো: জাহাঙ্গীর আলম, ব্যবস্থাপনা সম্পাদক মোঃ শাকিল আহমেদ, নির্বাহী সম্পাদক: মো: বোরহান উদ্দিন বাবুল। সম্পাদক কর্তৃক বারকো প্রিন্টিং ওয়ার্কস, ১৯ শেখ সাহেব বাজার রোড ঢাকা-১২০৫ থেকে মুদ্রিত ও প্রকাশিত। বানিজ্যিক কার্যালয়ঃ বাড়ি ১৬, রোড-১৩, সেক্টর-৪, উত্তরা, ঢাকা। মোবাইলঃ ০১৯১৫-২১০৪৭৭, ০১৬১৫-২১০৪৭৭। E-mail : [email protected]
© THE WEEKLY BIBEK © 2025