আসিফ রায়হান:
গাজীপুর মহানগরীর পূবাইলে বাংলা নববর্ষ ১৪৩২ এর বরণ উপলক্ষে ৪১ নং ওয়ার্ডের সাপমারা ৪০ নং ওয়ার্ডের মেঘডুবি কলের বাজার ও কুদাব বাগিচা ৪২ নং ওয়ার্ডের নারায়ণ জাপানি স্কুল সংলগ্ন তিন দিনব্যাপী বৈশাখী মেলার শেষ দিনের আয়োজন ছিল বেশ চমৎকার।বিশেষ আয়োজনে ছিল বর্ষবরণ,বাউল গান,নৃত্য,মুড়ি মুড়কির দোকান,নাগরদোলা,খেলনা দোকান সহ বিভিন্ন রঙে সেজেছিল মেলা প্রাঙ্গণ। অতিথি আপ্যায়ন ও ছিল চোখে পড়ার মত।প্রতিবারের ন্যায় এবারও মেলা আয়োজক কমিটির প্রতিপাদ্য ছিল মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা অগ্নিস্নানে সূচি হোক ধরা-এসো হে বৈশাখ।বৈশাখী মেলার শেষ দিন বুধবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুবাইল থানা বিএনপি'র সভাপতি মনির হোসেন সিকদার (বকুল) পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন পুবাইল থানা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন ভূঁইয়া এম নজরুল ইসলাম যুগ্ন সম্পাদক রাকিব হোসেন মোল্লা।মেলায় সভাপতিত্ব করেন ৪২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ হারুন সরকার,সঞ্চালনায় ছিলেন মিরের বাজার পপুলার ডায়গনস্টিক সেন্টার এর প্রতিষ্ঠাতা পরিচালক হযরত আলী টিটু ও মোঃ শাহিন আলম ভূঁইয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন পূবাইল থানা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী রাজিব ভূঁইয়া,শাকিল পারভেজ ৪২ নং ওয়ার্ড ত্রাণ ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. কাজল ইসলাম কালু ছাত্র বিষয়ক সম্পাদক ইন্জি:এম আলম মোল্লা প্রচার সম্পাদক আনোয়ার হোসেন,শুভেচ্ছা জানান,পূবাইল থানার প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক শাহ আলম মোঃ হাসান আলী মাদবর মোঃ জামাল মিয়া মেলা পরিচালনা কমিটির মধ্যে ছিলেন এড.মোতালিব মো. শাহিন শেখ মোঃ ইমরান হোসেন মোঃ আলমগীর মো. মনির হোসেন।
আইন সম্পাদক: এড. শাহনিয়া সুলতানা, সম্পাদকঃ এ.কে.এম. মাহবুবুল করিম, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ রফিকুল ইসলাম রফিক, সহ সম্পাদক-মো: জাহাঙ্গীর আলম, ব্যবস্থাপনা সম্পাদক মোঃ শাকিল আহমেদ, নির্বাহী সম্পাদক: মো: বোরহান উদ্দিন বাবুল। সম্পাদক কর্তৃক বারকো প্রিন্টিং ওয়ার্কস, ১৯ শেখ সাহেব বাজার রোড ঢাকা-১২০৫ থেকে মুদ্রিত ও প্রকাশিত। বানিজ্যিক কার্যালয়ঃ বাড়ি ১৬, রোড-১৩, সেক্টর-৪, উত্তরা, ঢাকা। মোবাইলঃ ০১৯১৫-২১০৪৭৭, ০১৬১৫-২১০৪৭৭। E-mail : [email protected]
© THE WEEKLY BIBEK © 2025