মোঃ সাবিউদ্দিন: ময়মনসিংহের নান্দাইলে বিদ্যুতায়িত হয়ে এক পরিবারের ৪ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।
শনিবার (৩০ ডিসেম্বর) বিকাল ৩ টায় উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের ঘোষপালা পূর্বপাড়া গ্রামে এঘটনা ঘটে। নিহতরা হলেন, জামাল উদ্দিন (৩২), তার মা আনোয়ারা বেগম (৬৫), শিশু কন্যা আনিকা আক্তার (৪) ও মোছা.ফাইজা (৬)।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, জামাল উদ্দিন অসহায় দরিদ্র পরিবারের সন্তান। অটোরিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। নিজের বসত ঘরেই অটোরিক্সাকে চার্জ দিতেন তিনি। শনিবার বিকাল ৩ টার দিকে জামাল উদ্দিন ঘর থেকে অটোরিক্সা বের করতে যান। অসাবধানতায় অটোরিক্সাটি বিদ্যুতায়িত হয়ে জামাল উদ্দিন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিৎকার দিলে তার মেয়ে আনিকা ও ফাইজা দৌঁড়ে বাবার কাছে গেলে তারাও বিদ্যুতায়িত হন। এসময় জামাল উদ্দিনের মা আনোয়ারা বেগম দৌঁড়ে গিয়ে ছেলে ও নাতিদের ধরলে তিনিও বিদ্যুতায়িত হয়ে ঘটনা স্থলে মারা যান।
এদিকে, এমন মর্মান্তিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে। এ সম্পর্কে চন্ডিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন ভূঁইয়া মুঠোফোনে ৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, অটোরিক্সা চার্জ দেওয়া ছিল সেটি বিদ্যুতায়িত হয়ে যায়। অটো বের করতে গেলে এমন দুর্ঘটনা ঘটে।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ বলেন, বিদ্যুতায়িত হয়ে এক পরিবারের ৪ জনের মৃত্যুর খবর শুনেই আমরা ঘটনা স্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি। বিষয়টি খুবই মর্মান্তিক।
আইন সম্পাদক: এড. শাহনিয়া সুলতানা, সম্পাদকঃ এ.কে.এম. মাহবুবুল করিম, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ রফিকুল ইসলাম রফিক, সহ সম্পাদক-মো: জাহাঙ্গীর আলম, ব্যবস্থাপনা সম্পাদক মোঃ শাকিল আহমেদ, নির্বাহী সম্পাদক: মো: বোরহান উদ্দিন বাবুল। সম্পাদক কর্তৃক বারকো প্রিন্টিং ওয়ার্কস, ১৯ শেখ সাহেব বাজার রোড ঢাকা-১২০৫ থেকে মুদ্রিত ও প্রকাশিত। বানিজ্যিক কার্যালয়ঃ বাড়ি ১৬, রোড-১৩, সেক্টর-৪, উত্তরা, ঢাকা। মোবাইলঃ ০১৯১৫-২১০৪৭৭, ০১৬১৫-২১০৪৭৭। E-mail : [email protected]
© THE WEEKLY BIBEK © 2025