মোঃ সাবিউদ্দিন: গত ০১/১২/২০২৩ইং (শুক্রবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটরিয়ামে দিনব্যাপি ১৩শ বার্ষিক সাধারণ সভা ও পুনর্মিলনী ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। সভায় ঢাকা বিশ্ববিদ্যালয় গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (২০২৪-২০২৫) এক বছরের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন ময়মনসিংহের ফুলবাড়িয়ার কৃতি সন্তান ডক্টর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও বরিশাল জেলা প্রশাসনের সাবেক ম্যাজিস্ট্রেট ছিলেন।
বর্তমানে বাংলাদেশ কাস্টমস এর শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালকের দায়িত্ব পালন করছেন। সাধারণ সভায় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রোভিসি, অধ্যাপকমন্ডলী, সরকারি পদস্থ কর্মকর্তাবৃন্দ। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, উচ্চ পদস্থ আমলা, ব্যাংকার, ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিবর্গদের সমন্বয়ে গঠিত ৩৫ সদস্য বিশিষ্ট ঢাকা বিশ্ববিদ্যালয় গণিত অ্যালামনাই এসোসিয়েশন।
ঢাকা বিশ্ববিদ্যালয় গণিত অ্যালামনাই এসোসিয়েশন সভাপতি ড. মেহাম্মদ তাজুল ইসলাম বলেন, অ্যালামনাই এসোসিয়েশনের নেতৃবৃন্দ, অ্যালামনাইরা এবং শিক্ষক-গবেষক বিশ্ববিদ্যালয়ের নানারকম কর্মপ্রয়াস গ্রহণ করে বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নিয়ে যাবেন। বিশ্ববিদ্যালয়ের গুণগত শিক্ষার মান বৃদ্ধিসহ সার্বিক উন্নয়নে যথাযথ অবদান রাখার জন্য তিনি ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই এসোসিয়েশনের সদস্যবৃন্দসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধে যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের অধিকাংশই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ছিলেন। ঢাবির শিক্ষার্থীরা বিভিন্ন পেশায় অত্যন্ত দক্ষতা ও সফলতার সাথে কাজ করে যাচ্ছেন। তিনি আরও বলেন, দেশ ও জাতির পথ নির্দেশনায় ঢাকা বিশ্ববিদ্যালয় গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আইন সম্পাদক: এড. শাহনিয়া সুলতানা, সম্পাদকঃ এ.কে.এম. মাহবুবুল করিম, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ রফিকুল ইসলাম রফিক, সহ সম্পাদক-মো: জাহাঙ্গীর আলম, ব্যবস্থাপনা সম্পাদক মোঃ শাকিল আহমেদ, নির্বাহী সম্পাদক: মো: বোরহান উদ্দিন বাবুল। সম্পাদক কর্তৃক বারকো প্রিন্টিং ওয়ার্কস, ১৯ শেখ সাহেব বাজার রোড ঢাকা-১২০৫ থেকে মুদ্রিত ও প্রকাশিত। বানিজ্যিক কার্যালয়ঃ বাড়ি ১৬, রোড-১৩, সেক্টর-৪, উত্তরা, ঢাকা। মোবাইলঃ ০১৯১৫-২১০৪৭৭, ০১৬১৫-২১০৪৭৭। E-mail : [email protected]
© THE WEEKLY BIBEK © 2025