আসিফ রায়হান:
গাজীপুরে অনিয়ম-দুর্নীতির সংবাদ প্রকাশ করায় দৈনিক নয়া দিগন্তের সাংবাদিক মো. মোজাহিদকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৯ মার্চ) দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ড. এ কে এম রিপন আনসারী এবং সঞ্চালনা করেন সাংবাদিক এস এম জহিরুল ইসলাম।
মানববন্ধনে বক্তব্য রাখেন, গাজীপুর সাংবাদিক পরিষদের প্রধান উপদেষ্টা শাহান সাহাবুদ্দিন, এটিএন নিউজের প্রতিনিধি মাজহারুল ইসলাম মাসুম, গাজীপুর মহানগর প্রেসক্লাবের সভাপতি আমজাদ খান, বাংলাদেশ প্রেসক্লাবের নেতা মুসা খান, ডিবিসি নিউজের সাংবাদিক মাহমুদা সিকদার, সাংবাদিক মিঠুন সিদ্দিকী ও রুবেল সরকারসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
গাজীপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ড. এ কে এম রিপন আনসারী বলেন, "সাংবাদিকদের হুমকি দেওয়া মানে গণমাধ্যমের কণ্ঠরোধ করা। আমরা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।"
গাজীপুর সাংবাদিক পরিষদের উপদেষ্টা কবি ও সাংবাদিক শাহান সাহাবুদ্দিন বলেন, "সাংবাদিকরা জাতির দর্পণ। এটি কেবল একজন সাংবাদিকের ওপর হুমকি নয়, বরং গণমাধ্যমের স্বাধীনতার ওপর চরম আঘাত। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে সাংবাদিক সমাজ কঠোর কর্মসূচি নিতে বাধ্য হবে।
প্রসঙ্গত, গত ৪ মার্চ রাতে শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে ভোটার হালনাগাদের কাজে অনিয়ম, হয়রানি ও চাঁদাবাজির অভিযোগ ওঠে কলেজ ছাত্রদল নেতাদের বিরুদ্ধে। এ ঘটনায় ৬ মার্চ একাধিক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। এরপরই সাংবাদিক মোজাহিদ-কে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়।
আইন সম্পাদক: এড. শাহনিয়া সুলতানা, সম্পাদকঃ এ.কে.এম. মাহবুবুল করিম, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ রফিকুল ইসলাম রফিক, সহ সম্পাদক-মো: জাহাঙ্গীর আলম, ব্যবস্থাপনা সম্পাদক মোঃ শাকিল আহমেদ, নির্বাহী সম্পাদক: মো: বোরহান উদ্দিন বাবুল। সম্পাদক কর্তৃক বারকো প্রিন্টিং ওয়ার্কস, ১৯ শেখ সাহেব বাজার রোড ঢাকা-১২০৫ থেকে মুদ্রিত ও প্রকাশিত। বানিজ্যিক কার্যালয়ঃ বাড়ি ১৬, রোড-১৩, সেক্টর-৪, উত্তরা, ঢাকা। মোবাইলঃ ০১৯১৫-২১০৪৭৭, ০১৬১৫-২১০৪৭৭। E-mail : [email protected]
© THE WEEKLY BIBEK © 2025