মোঃ সাবিউদ্দিন: ডিসেম্বর মাস আমাদের মহান বিজয়ের মাস। এ মাসটি জাতীয় জীবনে অপরিসীম গুরুত্ব ও তাৎপর্যমণ্ডিত। কেননা ১৯৭১ সালের এই ডিসেম্বরে দীর্ঘ নয় মাসের সশস্ত্র সংগ্রামে লাখো শহীদের আত্মদান আর কোটি মানুষের অশ্রু বিসর্জনের মাধ্যমে বাঙালি জাতি বিজয়ের গৌরব অর্জন করেছে। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের অভ্যুদয় ঘটেছে।
বাঙালি জাতি পেয়েছে বীরের খেতাব। বিশ্বে হয়েছে অনন্য। মুক্তিযুদ্ধের তৎকালীন প্রসঙ্গ, যুদ্ধ জয়ের স্মৃতি, বিজয়ের গৌরব গাঁথা চমৎকারভাবে ফুটে উঠেছে একজন দেশ প্রেমিক আসিফ রানা সোহাগের 'রক্তঝরা ডিসেম্বর' কবিতা লিখনীতে।
কবিতা: রক্তঝরা ডিসেম্বর
লেখক: আসিফ রানা সোহাগ
রক্তঝরা নয় মাস,
বাঙালি মায়ের সর্বনাশ।
লাখো শহীদের মন কাঁদে,
আজও আমার মায়ের বুক বাধে।
ঘাতকের গুলির শব্দে মায়ের লাগে ভয়,
লাখো শহীদ খোকা মায়ের সাথে আজও কথা কয়।
মায়ের বুক খালি করে খোকা হলো লাশ,
বাবার রক্তে মিশে তাজা ঘাস।
সেই কালো রাতে খোকার রক্তে ভিজে দিল মায়ের হাত,
ভয় করি না মাগো আমরা বীর শহীদের জাত।
আইন সম্পাদক: এড. শাহনিয়া সুলতানা, সম্পাদকঃ এ.কে.এম. মাহবুবুল করিম, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ রফিকুল ইসলাম রফিক, সহ সম্পাদক-মো: জাহাঙ্গীর আলম, ব্যবস্থাপনা সম্পাদক মোঃ শাকিল আহমেদ, নির্বাহী সম্পাদক: মো: বোরহান উদ্দিন বাবুল। সম্পাদক কর্তৃক বারকো প্রিন্টিং ওয়ার্কস, ১৯ শেখ সাহেব বাজার রোড ঢাকা-১২০৫ থেকে মুদ্রিত ও প্রকাশিত। বানিজ্যিক কার্যালয়ঃ বাড়ি ১৬, রোড-১৩, সেক্টর-৪, উত্তরা, ঢাকা। মোবাইলঃ ০১৯১৫-২১০৪৭৭, ০১৬১৫-২১০৪৭৭। E-mail : [email protected]
© THE WEEKLY BIBEK © 2025