স্টাফ রিপোর্টার(ময়মনসিংহ): ময়মনসিংহ তারেক স্মৃতি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে ফুলবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের শপথ।
বুধবার (২৬ জুন) ফুলবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া শপথ শেষে নতুন জনপ্রতিনিধিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সেই শুভেচ্ছা সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে উপজেলা চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রাকিব ও সংগীতা রানী সাহা ভিন্ন উদ্যোগ গ্রহণ করেন।
শপথ শেষে ময়মনসিংহ থেকে ফুলবাড়িয়া উপজেলা পরিষদের সামনে নেমে সর্বসাধারণকে শুভেচ্ছা জানান তারা। এ সময় স্ব স্ব প্রার্থীর কর্মী, সমর্থকেরা উপস্থিত ছিলেন। শপথ অনুষ্ঠানের শেষে উপজেলা সদরে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।
আইন সম্পাদক: এড. শাহনিয়া সুলতানা, সম্পাদকঃ এ.কে.এম. মাহবুবুল করিম, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ রফিকুল ইসলাম রফিক, সহ সম্পাদক-মো: জাহাঙ্গীর আলম, ব্যবস্থাপনা সম্পাদক মোঃ শাকিল আহমেদ, নির্বাহী সম্পাদক: মো: বোরহান উদ্দিন বাবুল। সম্পাদক কর্তৃক বারকো প্রিন্টিং ওয়ার্কস, ১৯ শেখ সাহেব বাজার রোড ঢাকা-১২০৫ থেকে মুদ্রিত ও প্রকাশিত। বানিজ্যিক কার্যালয়ঃ বাড়ি ১৬, রোড-১৩, সেক্টর-৪, উত্তরা, ঢাকা। মোবাইলঃ ০১৯১৫-২১০৪৭৭, ০১৬১৫-২১০৪৭৭। E-mail : [email protected]
© THE WEEKLY BIBEK © 2025