গণশক্তি ডেস্কঃ
ব্যবসা বাণিজ্য বিনিয়োগের সিদ্ধান্ত নেয়ার জন্য নির্বাচিত সরকার দরকার বলে মনে করে সিঙ্গাপুর। বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাথে সৈজন্য সাক্ষাৎ করেছেন, বাংলাদেশে সিঙ্গাপুর দূতাবাসের কর্মকর্তারা।
সকাল সাড়ে ৯ টায় গুলশান চেয়ারপার্সনে কার্যালয়ে আসেন তারা। বৈঠকে বাংলাদেশে সিঙ্গাপুর অনাবাসিক হাইকমিশনার ডেরেক লো, চার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লো উপস্থিত ছিলেন। বৈঠকে জননশক্তি রপ্তানি, বন্দর সুবিধা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
পরে আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, সরকার পতনের পর নতুন বাংলাদেশ দেখতে পাচ্ছে আন্তর্জাতিক গোষ্ঠী।
বিএনপির এই নেতা বলেন, যাদের অস্তিত্ব বিলীন হয়ে গেছে তারা ট্রাম্পসহ নানান বেশে নানা মোড়কে আসার চেষ্টা করছে।
আইন সম্পাদক: এড. শাহনিয়া সুলতানা, সম্পাদকঃ এ.কে.এম. মাহবুবুল করিম, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ রফিকুল ইসলাম রফিক, সহ সম্পাদক-মো: জাহাঙ্গীর আলম, ব্যবস্থাপনা সম্পাদক মোঃ শাকিল আহমেদ, নির্বাহী সম্পাদক: মো: বোরহান উদ্দিন বাবুল। সম্পাদক কর্তৃক বারকো প্রিন্টিং ওয়ার্কস, ১৯ শেখ সাহেব বাজার রোড ঢাকা-১২০৫ থেকে মুদ্রিত ও প্রকাশিত। বানিজ্যিক কার্যালয়ঃ বাড়ি ১৬, রোড-১৩, সেক্টর-৪, উত্তরা, ঢাকা। মোবাইলঃ ০১৯১৫-২১০৪৭৭, ০১৬১৫-২১০৪৭৭। E-mail : [email protected]
© THE WEEKLY BIBEK © 2025