স্টাফ রিপোর্টার(ফুলবাড়িয়া): পবিত্র মাহে রমজা উপলক্ষে আইএফআইসি ব্যাংক আছিম বাজার উপশাখা’র উদ্যোগে গ্রাহকদের সম্মানে ৩১ মার্চ ২০২৪ইং, রোজ রবিবার বিকাল ৫ ঘটিকা মিলাদ-দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়েছে।
সারা দেশে ১৪০০ আইএফআইসি শাখা-উপশাখা নিয়ে 'আপনার প্রতিবেশী' হয়ে ছড়িয়ে পড়েছে জেলা উপজেলা, গ্রামে গঞ্জে, পাড়ায় পাড়ায়।
আমাদের কোনো আয়োজনই প্রতিবেশীদের ছাড়া সম্পূর্ণ হয় না। প্রতি বছরের মতো এবারও আপনাদের সাথে নিয়ে আমরা আয়োজন করেছি 'দোয়া ও ইফতার মাহফিল ২০২৪'
আনন্দ সুপার মার্কেট, আছিম বাজার, ফুলবাড়িয়ায়, অবস্থিত আইএফআইসি ব্যাংক উপশাখা’র, অফিসার ইনচার্জ "ওসমান গনি" সার্বিক তত্বাবধানে ব্যাংকের বিপুল সংখ্যক গ্রাহক, ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন ইফতার মাহফিলে অংশ গ্রহন করেন।
আছিম বাজার উপশাখাটি গত এক বছরে গ্রাহকদের সন্তোষজনক সেবা দিতে পারছেন এবং ব্যাংকের সেবার মানের দিক থেকে ইতিমধ্যে গ্রাহকদের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছেন বলে অফিসার ইনচার্জ "ওসমান গনি"।
আইন সম্পাদক: এড. শাহনিয়া সুলতানা, সম্পাদকঃ এ.কে.এম. মাহবুবুল করিম, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ রফিকুল ইসলাম রফিক, সহ সম্পাদক-মো: জাহাঙ্গীর আলম, ব্যবস্থাপনা সম্পাদক মোঃ শাকিল আহমেদ, নির্বাহী সম্পাদক: মো: বোরহান উদ্দিন বাবুল। সম্পাদক কর্তৃক বারকো প্রিন্টিং ওয়ার্কস, ১৯ শেখ সাহেব বাজার রোড ঢাকা-১২০৫ থেকে মুদ্রিত ও প্রকাশিত। বানিজ্যিক কার্যালয়ঃ বাড়ি ১৬, রোড-১৩, সেক্টর-৪, উত্তরা, ঢাকা। মোবাইলঃ ০১৯১৫-২১০৪৭৭, ০১৬১৫-২১০৪৭৭। E-mail : [email protected]
© THE WEEKLY BIBEK © 2025