মোঃ সাবিউদ্দিন: ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ঐতিহ্যবাহী সংগঠন "রক্তদানে লিবারেল ফাউন্ডেশন" এর উদ্যোগে উপজেলার আছিম, ভবানীপুর, এনায়েতপুর, রাঙ্গামাটি, কালাদহ ইউনিয়নের ৫৫টি দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
৫/০১/২০২৪ইং শুক্রবার রাতে আছিম বাজার থেকে কম্বল বিতরণ কার্যক্রম শুরু করা হয় এবং সংগঠন এর সদস্যরা নিজ খরচে বিভিন্ন ইউনিয়ন এর অসহায় মানুষের বাড়িতে পৌঁছে দেন এই কম্বল।
এ সময় রক্তদামে লিবারেল ফাউন্ডেশন এর প্রতিষ্ঠা পরিচালক মো. সোহাগ মিয়া, সভাপতি ওয়ালিদ হাসান মুরাদ, সহ-সভাপতি মুফতি সোলাইমান মাহমুদী, সহ-সাধারন সম্পাদক আসাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম রাছেল, ক্যাম্পিং বিষয়ক সম্পাদক আবু নাঈম, সহ-সাংগঠনিক সম্পাদক আকিব, ওয়ালিদ হাসান, জিসান, রিয়াদুল ইসলাম, প্রতিষ্ঠাতা সদস্য অমিত হাসান, ওয়ালিদ হাসান, আবিদ আল হাসান, আদিয়াত হাসান আদি সহ আরও অনেকে অনেকে উপস্থিত ছিলেন।
সংগঠন এর প্রতিষ্ঠা পরিচালক মো. সোহাগ মিয়া বলেন বলেন, আমরা যাদের কে কম্বল দিয়েছি তাদেরকে ক্যামেরার সামনে আনতে চাইনি তাই আমাদের সংগঠনের সদস্যেদের মাধ্যমে রাতে অন্ধকারে অসহায় মানুষগুলোর হাতে পৌঁছে দিয়েছি। কারণ এই দানগুলো আল্লাহ তায়ালাকে রাজি খুশি করার জন্য করেছি মানুষকে দেখানোর জন্য না।
উল্লেখ্য, প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি এলাকার দরিদ্র ও রোগীদের চিকিৎসার জন্য মেডিক্যাল ক্যাম্পিং, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় ও মানুষের প্রয়োজনে রক্ত সরবরাহ করা ও শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণের মতো মানবিক কাজ করে আসছে। সংগঠনটি ভবিষ্যতে আরও বড় বড় জনকল্যাণমূলক প্রকল্প গ্রহণ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছে।
আইন সম্পাদক: এড. শাহনিয়া সুলতানা, সম্পাদকঃ এ.কে.এম. মাহবুবুল করিম, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ রফিকুল ইসলাম রফিক, সহ সম্পাদক-মো: জাহাঙ্গীর আলম, ব্যবস্থাপনা সম্পাদক মোঃ শাকিল আহমেদ, নির্বাহী সম্পাদক: মো: বোরহান উদ্দিন বাবুল। সম্পাদক কর্তৃক বারকো প্রিন্টিং ওয়ার্কস, ১৯ শেখ সাহেব বাজার রোড ঢাকা-১২০৫ থেকে মুদ্রিত ও প্রকাশিত। বানিজ্যিক কার্যালয়ঃ বাড়ি ১৬, রোড-১৩, সেক্টর-৪, উত্তরা, ঢাকা। মোবাইলঃ ০১৯১৫-২১০৪৭৭, ০১৬১৫-২১০৪৭৭। E-mail : [email protected]
© THE WEEKLY BIBEK © 2025