• শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
পূবাইলে বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীর সংবর্ধনা পূবাইলে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজীব ভূইয়ার নেতৃত্বে বর্নাঢ্য র‍্যালী অনুষ্ঠিত গাজীপুরে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার ওপর হামলার অভিযোগ দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়কে আইয়ুব আলী ফাহিম এর শুভেচ্ছা পূবাইলে বোর ধানের জমির উপর অবৈধ বালির পাইপ লাইন জমি বিনষ্ট শারদীয় দুর্গোৎসবে শুভেচ্ছা বার্তা দিলেন মোঃ রাজীব ভূঁইয়া সাধারণ সম্পাদক পদপ্রার্থী,পূবাইল থানা যুবদল পূবাইলে নাবালিকা শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় যুবক আটক গাজীপুর-৫ আসনে বিএনপির নির্বাচনী প্রচারণা ২১ সেপ্টেম্বর ২০২৫ পূবাইলে চুরি যাওয়া কাভার্ড ভ্যানের যন্ত্রাংশ উদ্ধার,গ্রেফতার ২ পূবাইলে সনাতন ধর্মালম্বীদের ধর্মীয় অনুষ্ঠান নিয়ে বিভ্রান্তি সংবাদ প্রকাশের তীব্র নিন্দা-

নতুন সেনাপ্রধান কে এই ওয়াকার-উজ-জামান

Reporter Name / ৩৩৬ Time View
Update : বুধবার, ১২ জুন, ২০২৪

স্টাফ রিপোর্টার: দেশের পরবর্তী সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামানকে। আগামী ২৩ জুন থেকে নতুন সেনাপ্রধানের নিয়োগ কার্যকর হবে।

বর্তমান সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হবেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বর্তমানে লেফট্যানেন্ট জেনারেল হিসেবে চিফ অব জেনারেল স্টাফের (সিজিএস) দায়িত্ব পালন করছেন।

লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) ছিলেন এবং এর আগে তিনি সেনা সদর দপ্তরের সামরিক সচিব ছিলেন।

তাঁর জন্ম ১৯৬৬ সালের ১৬ সেপ্টেম্বর। তার পৈতৃক নিবাস শেরপুর জেলায়। তিনি মিরপুরের ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ এবং যুক্তরাজ্যের জয়েন্ট সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে লেখাপড়া করে লন্ডনের কিংস কলেজে মাস্টার্স করেন।

সেনাবাহিনীতে যোগদানের পর ১৯৮৫ সালে সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কমিশন লাভ করেন ওয়াকার-উজ-জামান। তিনি সেনা সদর দপ্তরের সামরিক সচিবের দায়িত্ব পান ২০১৭ সালের ফেব্রুয়ারিতে। তিনি একটি পদাতিক ব্যাটালিয়ন, একটি পদাতিক ব্রিগেড এবং পদাতিক ডিভিশনের নেতৃত্ব দিয়েছেন।

ওয়াকার-উজ-জামান স্কুল অব ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিকস এবং সেনা সদরদপ্তরে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। সেনা সদরদপ্তরের সামরিক সচিবের শাখাতেও তিনি বিভিন্ন ভূমিকায় কাজ করেছেন।

এরপর ২০২৩ সালের ৫ নভেম্বর আর্মি সার্ভিস কোরের সপ্তম ‘কর্নেল কমান্ড্যান্ট‘ হিসেবে অভিষিক্ত হন।

ওয়াকার-উজ-জামান অ্যাঙ্গোলা ও লাইবেরিয়ায় জাতিসংঘ শান্তি মিশনে সিনিয়র অপারেশন অফিসার হিসেবেও দায়িত্ব পালন করেন।

ব্যক্তিগত জীবনে ওয়াকার-উজ-জামান বেগম সারাহনাজ কমলিকার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাঁদের দুই মেয়ে রয়েছে। যারা হলেন, রাইসা জামান এবং শায়রা ইবনাত জামান।

ওয়াকার-উজ-জামান প্রয়াত জেনারেল মুস্তাফিজুর রহমানের জামাতা, যিনি ২৪ ডিসেম্বর ১৯৯৭ থেকে ২৩ ডিসেম্বর ২০০০ সাল পর্যন্ত সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

 


More News Of This Category
bdit.com.bd